দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে এক সাথে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার তিন নামি-দামি ক্রিকেটার। অস্ট্রেলিয়া দলের দুই অলরাউন্ডার ম্যাট শর্ট , মিচেল ওয়েন ও পেসার ল্যান্স মরিস শারীরিক অক্ষমতা তথা চোটের কারণে ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে পড়েছেন। এর মধ্যে ওয়েন খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান তিন ম্যাচ এমনকি টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও।
গত মঙ্গলবার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ‘‘ওয়েন’’ এর হেলমেটে আঘাত করে কাগিসো রাবাদার নিক্ষিপ্ত বল। চলমান খেলায় মাঠে কনকাশন পরীক্ষার বাধা অতিক্রম করে তিনি ব্যাটিং চালিয়ে যান। শেষ পর্যন্ত মাত্র ১৩ বলে আট রান করে আউট হন তিনি। এবং ম্যাচের শেষে কোন কাশনের কিছু লক্ষণ তার মধ্যে দেখা যায়।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এর কনকাশন নিয়ম অনুসারে তাকে রাখা হবে অন্তত ১২ দিনের পর্যবেক্ষণের মধ্যে। গত জুলাইয়ে টি-টোয়েন্টি ম্যাচে অভিষিক্ত এই অলরাউন্ডার প্লেয়ার ওয়ানডে অভিষেকের অপেক্ষায় ছিলেন। তবে আপাতত তা হচ্ছে না। দক্ষিণ আফ্রিকা সিরিজে সেটি আর সম্ভব হবে না।
গত বছর নভেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন পেসার‘‘মরিস’’। ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট এর ম্যাচে ফেরার কথা ছিল তার। সবে‘‘ মরিস’’ ভুগছেন পিঠের ব্যথায়। দীর্ঘ সময় ধরে তার পিঠে চোটের ব্যথার ইতিহাস রয়েছে বলে জানা যায়। তাই তারও হচ্ছে না আন্তর্জাতিক ম্যাচে ফেরা পাঠানো হয়েছে পার্থে। সেখানে তাকে যেতে হবে আরো পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে। আগত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া (এ) দলের ভারত সফর এর চার দিনের ম্যাচে তার খেলা নিয়েও তৈরি হয়েছে সংসয়।
ম্যাট শর্টের চোটও দীর্ঘদিনের পুরনো। ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় থেকেই সাইড স্ট্রেইন চোটে ভুগছেন শট। প্রথম দুই টি-টোয়েন্টি থেকে বাদ যাওয়ার পরেও অস্ট্রেলিয়ার আসা ছিল সিরিজের শেষের দিকে ফিরে পাবেন তাকে। কিন্তু দল থেকে বাদ গেলেন গোটা সিরিজের জন্য। বছরের শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে উরুর ব্যথায় ভুগছেন তিনি।
দক্ষিণ আফ্রিকা গত মঙ্গলবার ৫৩ রানে জিতের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা করেছেন। আসন্ন শনিবার কেয়ার্নসে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। ১৯আগস্ট একই স্থানে শুরু হবে ওয়ানডে সিরিজ এবং বাকি দুটি ম্যাচ হবে মেকায়ে ২২ ও ২৪ আগস্ট।
ম্যাথ শর্ট এর পরিবর্তে টি-টোয়েন্টি স্কোয়াডে আগে থেকেই ডাকা হয়েছিল অলরাউন্ডার অ্যারন হার্ডিকে। তিনি বাদেও ওয়ানডে দলে ডাক পেয়েছেন বাঁ হাতি স্পিনার ম্যাট কুনেমানও। এছাড়া জশ ইংলিস অসুস্থতার কারণে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারেননি তা জায়গায় দলে আনা হয়েছে আলেক্স ক্যারিকে। ২০২১ সালের পর এটি ছিল অ্যালেক্ম ক্যারির প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।
