ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট খেলবেন মেসি!

এফএনএফ ডেক্স

ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট খেলবেন মেসি!

ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার, মহেন্দ্রসিং ধোনি ও বিরাট কোহলিদের সাথে ক্রিকেটে দেখা যাবে ফুটবলের জাদুকর লিওনেল মেসিকে। বিষয়টা শুনতে নাটকীয় মনে হলেও এবার সত্য হতে যাচ্ছে।

এর আগেও আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচ খেলতে ভারত সফর করেছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তবে এবারের সফর হতে পারে এক ভিন্নমাত্রা। ভিন্ন এক উপলক্ষে ভারতে পা রাখবেন তিনি।

Shihabs Family

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনদিনের সফরে ভারত আসবেন আর্জেন্টাইন ফুটবল মহা তারকা লিওনেল আন্দ্রেস মেসি। এই তিন দিনের সফরে তিনটি ভিন্ন ভিন্ন শহরে ভ্রমণ করবেন তিনি। যা আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর।

সফরের অংশ হিসেবে দ্বিতীয় দিন (১৪ ডিসেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি বিশেষ ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করবেন মেসি। যেখানে তার সঙ্গী হতে পারেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও রোহিত শর্মারা।

ভারতীয় এক শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, মেসির সফরের পরিকল্পনা ইতিমধ্যে প্রায় চূড়ান্ত। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা জানিয়েছেন, “মেসি ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন।

এবং ওখানে সম্ভবত তিনি একটি প্রীতি ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করবেন। ম্যাচের সূচি শিগগিরই প্রকাশ করা হবে।”

পরবর্তীতে কলকাতায় সফর করার কথা রয়েছে লিওনেল মেসির। সেখানে ইডেন গার্ডেন্সে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সংবর্ধিত করবেন বলে জানানো হয়েছে।

একই সঙ্গে কলকাতায় একটি ফুটবল ক্লিনিক উদ্ভাবন করবেন এবং শিশুদের জন্য একটি ফুটবল কর্মশালা পরিচালনা করবেন তিনি। মেসির সম্মানে আয়োজিত হবে একটি ৭-এ সাইড ফুটবল টুর্নামেন্ট, নাম রাখা হয়েছে ‘গোট কাপ’।

কলাম থেকে আরও পড়ুন​

SHARES

Picture of এফএনএফ ডেক্স

এফএনএফ ডেক্স

এফএনএফ নিউজ - দ্রুত, নির্ভীক এবং বাস্তবসম্মত সাংবাদিকতার জন্য আপনার বিশ্বস্ত উৎস। আমরা আপনাকে রাজনীতি, ব্যবসা, খেলাধুলা এবং বিনোদনের সঠিক খবর প্রদান করি।

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

ফুটবলের সবথেকে পুরাতন আসর কোপা আমেরিকা। ১৯১৬ সালে ল্যাটিন আমেরিকার এই …

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হওয়া আবু সাঈদ, মীরমুগ্ধ ও ওয়াসিমসহ …

বর্তমানে অলিম্পিক গেমস সবার কাছে একটি পরিচিত নাম। খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে …

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আগামী ৩ আগস্ট নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা …

আজ বুধবার (৩১ শে জুলাই) কক্সবাজারের টেকনাফে সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল …

রেজাউল ইসলাম নামে এক যুবলীগ নেতাকে যশোর সদর উপজেলার নিজ বাড়ি …

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের সরকার বাংলাদেশ ও ভারতের বাসিন্দাদের জন্য একটি …

কিছুদিন আগে ডান পায়ের পেশীতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। …

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বড় কুমিরা রেলওয়ে স্টেশনের এলাকায় রেলওয়ের কয়েক কোটি …