ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার, মহেন্দ্রসিং ধোনি ও বিরাট কোহলিদের সাথে ক্রিকেটে দেখা যাবে ফুটবলের জাদুকর লিওনেল মেসিকে। বিষয়টা শুনতে নাটকীয় মনে হলেও এবার সত্য হতে যাচ্ছে।
এর আগেও আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচ খেলতে ভারত সফর করেছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তবে এবারের সফর হতে পারে এক ভিন্নমাত্রা। ভিন্ন এক উপলক্ষে ভারতে পা রাখবেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনদিনের সফরে ভারত আসবেন আর্জেন্টাইন ফুটবল মহা তারকা লিওনেল আন্দ্রেস মেসি। এই তিন দিনের সফরে তিনটি ভিন্ন ভিন্ন শহরে ভ্রমণ করবেন তিনি। যা আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর।
সফরের অংশ হিসেবে দ্বিতীয় দিন (১৪ ডিসেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি বিশেষ ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করবেন মেসি। যেখানে তার সঙ্গী হতে পারেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও রোহিত শর্মারা।
ভারতীয় এক শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, মেসির সফরের পরিকল্পনা ইতিমধ্যে প্রায় চূড়ান্ত। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা জানিয়েছেন, “মেসি ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন।
এবং ওখানে সম্ভবত তিনি একটি প্রীতি ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করবেন। ম্যাচের সূচি শিগগিরই প্রকাশ করা হবে।”
পরবর্তীতে কলকাতায় সফর করার কথা রয়েছে লিওনেল মেসির। সেখানে ইডেন গার্ডেন্সে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সংবর্ধিত করবেন বলে জানানো হয়েছে।
একই সঙ্গে কলকাতায় একটি ফুটবল ক্লিনিক উদ্ভাবন করবেন এবং শিশুদের জন্য একটি ফুটবল কর্মশালা পরিচালনা করবেন তিনি। মেসির সম্মানে আয়োজিত হবে একটি ৭-এ সাইড ফুটবল টুর্নামেন্ট, নাম রাখা হয়েছে ‘গোট কাপ’।
