কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট: কোন দেশ কতবার জিতেছে

শিহাব কাজী

কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট

ফুটবলের সবথেকে পুরাতন আসর কোপা আমেরিকা। ১৯১৬ সালে ল্যাটিন আমেরিকার এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এরপরে এই টুর্নামেন্টে ল্যাটিন আমেরিকার বাহিরেও অনেক দল অংশগ্রহণ করেছে। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট নিয়ে অনেক বিতর্ক রয়েছে।

চলুন সকল বিতর্ক বাদ দিয়ে আজকে জেনে নেই সবথেকে পুরাতন এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কারা। আপনাদের সুবিধার্থে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট এবং কোন দল কতবার চ্যাম্পিয়ন হয়েছে এই সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Shihabs Family

কোপা আমেরিকার কাপ কে কতবার ঘরে নিয়েছে এ নিয়ে আর্জেন্টিনা এবং ব্রাজিলের দর্শকদের মাঝে রয়েছে বেশ বিতর্ক। তবে আর্জেন্টিনা এবং ব্রাজিল বাদে কোপা আসরে আরো অনেক বড় বড় দল রয়েছে যারা কোপা আমেরিকা চ্যাম্পিয়নস ট্রফি তাদের ঘরে তুলতে সক্ষম হয়েছে।

কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট

সব থেকে বেশি কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার নজির রয়েছে আর্জেন্টিনা এবং উরুগুয়ের। আর্জেন্টিনা ১৬ বার এবং উরুগুয়ে ১৫ বার এই ট্রফি ঘরে তুলেছে। তারপরে নাম রয়েছে ল্যাটিন আমেরিকার অন্যতম সেরা দল ব্রাজিলের। ব্রাজিল এখন পর্যন্ত মোট ৯ বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলেছে।

এছাড়াও প্যারাগুয়ে চিলি এবং অন্যান্য আরো অনেক দল কোপা টাইটেল জয় করতে সক্ষম হয়েছে। চলুন কোন দেশ কত সালে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে এবং কতবার চ্যাম্পিয়ন হয়েছে বিস্তারিত জেনে নেই।

১.আর্জেন্টিনা (Argentina)

কোপা আমেরিকা ট্রফি ঘরে তোলার প্রতিযোগিতায় সেরা দল আর্জেন্টিনা। এখন পর্যন্ত আর্জেন্টিনা মোট ১৬ বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে। এবং আর্জেন্টিনা সর্বশেষ ২০২৪ সালে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়। এটি ছিল একটি স্পেশাল ট্রফি আর্জেন্টিনা দলের জন্য।

২০২১ সালের পর পুনরায় ২০২৪ সালে আবারো আর্জেন্টিনা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়। ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে লৌতারো মার্তিনেজ এর অতি মানবীয় ১ গোলে ১৬ বারের মত কোপা টাইটেল অর্জন করে টিম আর্জেন্টিনা। আর্জেন্টিনা সর্বপ্রথম কোপা আমেরিকা জয় করে ১৯২১ সালে।

২.উরুগুয়ে (Uruguay)

কোপা আমেরিকা ঘরে তোলার লিস্টে দ্বিতীয় নাম আসবে উরুগুয়ের। তারা এখন পর্যন্ত ১৫ বার চ্যাম্পিয়ন হয়েছে কোপা আসরে। কোপা আমেরিকার ইতিহাসে অন্যতম একটি সেরা ও সফলতম দল উরুগুয়ে। তারা সর্বপ্রথম কোপা জয় করে ১৯১৬ সালে এবং সর্বশেষ কোপা আমেরিকা চ্যাম্পিয়নস ট্রফি ঘরে তুলে ২০১১ সালে।

৩.ব্রাজিল (Brazil)

এই লিস্টের তৃতীয় নাম্বারে থাকবে লাতিন আমেরিকার অন্যতম একটি সফল দল ব্রাজিল। তারা সর্বমোট ৩৭ কোপা আসরে অংশগ্রহণ করে মোট ৯ বার চ্যাম্পিয়ন্স টাইটেল অর্জন করতে পেরেছে। পেলে (Pelé) এর মত কিংবদন্তি কোপা আমেরিকার আসরে খেলেছেন।

ব্রাজিল সর্বপ্রথম কোপা আমেরিকার টাইটেল অর্জন করে ১৯১৯ সালে। এবং সর্বশেষ কোপা আমেরিকা ট্রফি জয় করে ২০১৯ সালে। তাই ব্রাজিলকে কোপা আমেরিকার আসরে অন্যতম একটি সফল ও সেরা দল বলা হয়।

৪.চিলি (Chile)

এখন পর্যন্ত ২ বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন্স ট্রফি অর্জন করতে সক্ষম হয়েছে উত্তর আমেরিকার এই দলটি। তারা সর্বপ্রথম ট্রফি অর্জন করে ২০১৫ সালে, এবং ২য় বার অর্জন করে ২০১৬ সালে। এই দলটি সর্বমোট ৩৩ বার কোপা আমেরিকার আসরে অংশগ্রহণ করেছে।

৫.প্যারাগুয়ে (Paraguay)

প্যারাগুয়ের ইতিহাসে ১৯৫৩ এবং ১৯৭৯ সালে এই ২ বার তারা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন্স ট্রফি অর্জন করে। কোপা আমেরিকার এই ট্রফি তাদের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা সাফল্য হিসেবে বিবেচিত করা হয়। তারা সর্বপ্রথম ৩৮ বার কোপা আমেরিকার আসরে অংশগ্রহণ করেছে।

৬.পেরু (Peru)

দক্ষিণ আফ্রিকার এই দেশটি তাদের ফুটবল ইতিহাসে মাত্র ২ বার কোপা আমেরিকা আসরে চ্যাম্পিয়ন্স হয়েছে। পেরু সর্বমোট ৩৩ বার কোপা আমেরিকার আসরে অংশগ্রহণ করে ১৯৩৯ এবং ১৯৭৫ সালে কোপা আমেরিকার চ্যাম্পিয়নস ট্রফি ঘরে তুলতে সক্ষম হয়েছে।

৭.বলিভিয়া (Bolivia)

২৮ বার কোপা আমেরিকার আসরে অংশগ্রহণ করে বলিভিয়া মাত্র ১ বার চ্যাম্পিয়ন টাইটেল অর্জন করতে সক্ষম হয়েছে। তারা ১৯৬৩ সালে কোপা আমেরিকা জয় করে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন্সদের তালিকায় নাম উঠান। বলিভিয়ার ফুটবল ইতিহাসে এটি একটি স্মরণীয় ঘটনা।

৮.কলম্বিয়া (Colombia)

বর্তমানে কোপা আমেরিকার আসরের মধ্যে কলম্বিয়া একটি শক্তিশালী দল। তারা সর্বমোট ২৩ বার এই আসরে অংশগ্রহণ করে ২০০১ সালে প্রথমবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন টাইটেল অর্জন করে তথা চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।

কোপা আমেরিকার এই অর্জন তাদের ফুটবল ইতিহাসে একটি উল্লেখযোগ্য ও স্মরণীয় ঘটনা। ২০২৪ সালে তারা কোপা আমেরিকার ফাইনাল খেলে। ওই ম্যাচটি আর্জেন্টিনা জয় লাভ করে।

জানতে পারেনঃ ফুটবল বিশ্বকাপ কে কতবার নিয়েছে?

কোপা আমেরিকা কে কতবার জিতেছে

ইতিমধ্যে ৮টি দল কোপা আমেরিকার ট্রফি জয়ের টাইটেল অর্জন করতে পেরেছে। তারমধ্যে আর্জেন্টিনা ১৬ বার ও উরুগুয়ে ১৫ বার কোপা আমেরিকা ট্রফি জিতেছে। ব্রাজিল ৯ বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে।

এরপরে চিলি, প্যারাগুয়ে ও পেরু ২ বার করে কোপা আমেরিকার ট্রফি জয় করেছে। বলিভিয়া ও কলম্বিয়া ১ বার করে কোপা আমেরিকার আসরে চ্যাম্পিয়ন হয়েছে। সাধারণত ৪ বছর পর পর এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। দেখা যাক ২০২৮ সালে  কোপা চ্যাম্পিয়ন ট্রফি কোন দল অর্জন করতে পারে।

শেষকথা

প্রিয় পাঠক, আশা করি কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট এবং কোপা আমেরিকা কে কতবার জিতেছে। এছাড়াও তাদের ফুটবল ইতিহাসে কতবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভ করেছে এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

আজকের লেখাটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ফুটবল এবং ক্রিকেটের এই ধরনের সকল তথ্য জানতে আমাদের ওয়েবসাইট টিকে ফলো করতে পারেন। আমরা প্রতিনিয়ত বিভিন্ন খেলাধুলা রিলেটেড ও অন্যান্য কনটেন্ট আপলোড করার চেষ্টা করি। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

FAQs

কোপা আমেরিকা কত বছর পর পর অনুষ্ঠিত হয়?

২০০৭ সালের পর থেকে প্রতি ৪ বছর পর পর কোপা আমেরিকার টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই আসর অনুষ্ঠিত হয় লাতিন আমেরিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা CONMEBOL এর নেতৃত্বে।

কোন দল সবচেয়ে বেশি কোপা আমেরিকা জিতেছে?

এখন পর্যন্ত কোপা আমেরিকার ইতিহাসে আর্জেন্টিনা এবং উরুগুয়ে মোট ১৫ বার করে সবচেয়ে বেশি কোপা আমেরিকা জিতেছে। ৯ বার কোপা আমেরিকা জিতে ৩য় পজিশনে রয়েছে ব্রাজিল।

কলাম থেকে আরও পড়ুন​

SHARES

Picture of শিহাব কাজী

শিহাব কাজী

আমি শিহাব কাজী। বর্তমানে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে বাংলা বিষয়ের উপর (বিএ) করছি। নতুন কিছু জানার উদ্দেশ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঘাটাঘাটি শুরু। এখন নিজে জানার পাশাপাশি অন্যকে জানানোর চেষ্টা করছি। লেখার মধ্যে ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

আজ শনিবার (২৬ জুলাই) বেলা দেড়টার দিকে রাজধানীর রায়েরবাজারে ছুরিকাঘাতে ফজলে …

চট্টগ্রামের পটিয়া উপজেলায় কচুয়াই ২ নম্বর ওয়ার্ডে গতকাল (২৩ সেপ্টেম্বর) রাত …

আজ শুক্রবার (৩ অক্টোবর) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামে …

১ই সেপ্টেম্বর ( সোমবার ) দুপুরে বান্দরবানের লামা উপজেলার আট মাসের …

ময়মনসিংহের নন্দাইলে বন্ধুর বাড়ি থেকে মোঃ রিয়াদ মিয়া (২৫) নামের এক …

বহুল প্রতীক্ষিত সেই জুলাই সনদের স্বাক্ষরের সময় ও তারিখ জানা গেল। …

খুলনা চট্টগ্রাম মহাসড়কের মোল্লারহাট এলাকায় শ্রমিক মারধরের ঘটনাকে কেন্দ্র করে আজ …

দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে এক সাথে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার তিন নামি-দামি …

এই কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের নতুন সুপারহিট মুভি …