সেরা ৫টি ফুটবল খেলা দেখার অ্যাপস | আপডেটেড লিস্ট

শিহাব কাজী

ফুটবল খেলা দেখার অ্যাপস

তরুন থেকে প্রবীণ কমবেশি সকলেই ফুটবল খেলা পছন্দ করে। ক্লাব কিংবা ইন্টারন্যাশনাল ম্যাচ যেকোনো ধরনের খেলা দেখার জন্য বাংলাদেশের ফুটবল প্রেমীরা অধীর আগ্রহে বসে থাকে। এই লেখাটিতে ফুটবল খেলা দেখার অ্যাপস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় খেলা বলা যায় ফুটবলকে। ইউরোপিয়ান ফুটবল বলেন কিংবা এশিয়ার ফুটবল, ধীরে ধীরে জনপ্রিয়তা বেড়েই চলেছে। বাংলাদেশের অনেক ফুটবলপ্রেমীরা চাইলেও পছন্দের দলের খেলা উপভোগ করতে পারে না।

Shihabs Family

এই ম্যাচগুলো ইউটিউবে ওইভাবে প্রচার করা হয় না। যে সকল অ্যাপসগুলোতে দেখানো হয় সেগুলো বেশিরভাগ সাবস্ক্রিপশন বেইজ। তবে আজকে আপনাদের এমন কিছু অ্যাপস সম্পর্কে জানাবো যেগুলো ব্যবহার করে আপনারা সম্পূর্ণ ফ্রিতে যেকোনো ফুটবল খেলা উপভোগ করতে পারবেন।

ফুটবল খেলা দেখার অ্যাপস

ফুটবল খেলা দেখার অ্যাপস গুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় হলো Sportzfy ও Yacine TV অ্যাপস। এছাড়াও আপনারা Krira TV, HD Streamz, NFL, GHD Sports অ্যাপসগুলো ব্যবহার করে যেকোন লীগের ফুটবল ম্যাচ সম্পূর্ণ ফ্রিতে উপভোগ করতে পারবেন।

Sportzfy এবং Krira TV অ্যাপস দুটি আইপি টিভি হওয়ায় খুব সহজে ফুটবল, ক্রিকেট, রেসিং ও বাস্কেটবল সহ বিভিন্ন ধরনের খেলা দেখতে পারবেন। Iphone ব্যবহারকারীদের জন্য NFL অ্যাপসটি সবথেকে ভালো। বর্তমানে Sportzfy অ্যাপস Iphone এবং টিভিতে ব্যবহার করে খেলা দেখতে পারবেন।

আপনি যদি শুধুমাত্র খেলার স্কোর দেখতে চান তাহলে আমি সাজেস্ট করব গুগল প্লে-স্টোর থেকে Sofascore অথবা Cricbuzz সফটওয়্যার ডাউনলোড করে নিবেন। সকল ধরনের খেলার লাইভ স্কোর সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন। চলুন উপরে আলোচিত অ্যাপস গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

১.Sportzfy

বাংলাদেশ থেকে যেকোনো ধরনের ফুটবল ম্যাচ এবং যেকোনো ধরনের খেলা দেখার জন্য সবথেকে জনপ্রিয় ও ভালো হচ্ছে Sportzfy অ্যাপসটি। বর্তমানে ফুটবল প্রেমীদের মাঝে এই অ্যাপসটি ব্যাপক জনপ্রিয়। সম্পূর্ণ ফ্রিতে যেকোনো ফুটবল ম্যাচ এইচডি কোয়ালিটিতে দেখতে পারবেন।

এই অ্যাপসটি ডাউনলোড করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করতে হবে। বর্তমানে অনলাইনে এই অ্যাপসের অনেক ফেক ভার্সন পাওয়া যায়, যেগুলো থেকে বিরত থাকতে হবে।

Sportzfy অ্যাপসটি ডাউনলোড করার জন্য গুগলে গিয়ে “Sportzfy APK Download” লিখ সার্চ করবেন। এরপরে সর্বপ্রথম আশা ওয়েবসাইট (sportzfy . com) থেকে অফিশিয়াল অ্যাপসটি ডাউনলোড করে নিবেন। তারপরে ইন্সটল করে আপনার পছন্দের ফুটবল ম্যাচ উপভোগ করুন।

২.Yacine TV

আমাদের তালিকার দ্বিতীয় নাম্বারে রয়েছে Yacine TV অ্যাপসটি। এটি মূলত একটি অ্যারাবিক চ্যানেল। Yacine TV শুধুমাত্র অ্যাপস নয় এটি ওয়েবসাইট ভার্সনেও পাওয়া যাবে। আপনারা চাইলে অ্যাপস এবং ওয়েবসাইট উভয় প্লাটফর্ম থেকে যেকোনো লাইভ খেলা দেখতে পারবেন।

Yacine TV অ্যাপসটি ডাউনলোড করার জন্য গুগলে গিয়ে “Yacine TV APK Download” লিখে সার্চ করুন। সর্বপ্রথম আসা ওয়েবসাইট থেকে অ্যাপসটি ডাউনলোড করে ইন্সটল করে ফুটবল খেলা দেখতে পারবেন। তবে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপসটি ডাউনলোড করার চেষ্টা করবেন।

৩.Krira TV

বাংলাদেশের ফুটবল প্রেমীদের কাছে অন্যতম একটি জনপ্রিয় ফুটবল খেলা দেখার অ্যাপস Krira TV। এই অ্যাপসের মাধ্যমে আপনারা সকল ধরনের ফুটবল ও ক্রিকেট খেলা লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন। বাংলাদেশের জনপ্রিয়তার তালিকায় Krira TV-কে দ্বিতীয়তে রাখা যায়।

Krira TV অ্যাপসের মাধ্যমে ফুটবল খেলা দেখার জন্য গুগল প্লে স্টোর থেকে SS Player নামক ভিডিও প্লেয়ার অ্যাপসটি ডাউনলোড করতে হবে। Krira TV অফিসিয়াল অ্যাপস ডাউনলোড করার জন্য গুগলে গিয়ে “Krira TV APK” লিখে সার্চ করে, সর্বপ্রথম ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন।

জানতে পারেনঃ ফুটবল খেলার নিয়ম সব একসাথে।

৪.HD Streamz

খেলা দেখার অ্যাপস এর মধ্যে অন্যতম জনপ্রিয় HD Streamz অ্যাপ্লিকেশনটি। HD Streamz অ্যাপসটি ডাউনলোড করার জন্য গুগলে গিয়ে সার্চ করুন “HD Streamz APK Download Latest Version” লিখে। এরপরে সর্বপ্রথম ওয়েবসাইট থেকে এটিকে ডাউনলোড করে ইন্সটল করে নিন।

তাদের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য মতে বর্তমানে এই অ্যাপসের ডাউনলোড সংখ্যা প্রায় ২০ মিলিয়ন। বোঝা যাচ্ছে বাংলাদেশে এই অ্যাপসটির জনপ্রিয়তা কত বেশি। আপনি একজন ফুটবলপ্রেমী হয়ে থাকলে এই অ্যাপটি ব্যবহার করে পছন্দের ম্যাচ উপভোগ করতে পারেন।

৫.GHD Sports

সম্পূর্ণ ফ্রিতে ফুটবল খেলা দেখার অন্যতম একটি অ্যাপ্লিকেশন GHD Sports এটি। ফুটবল খেলা দেখার জন্য ইন্টারনেট স্পিড অনেক ফাস্ট থাকার প্রয়োজন হয়। যার কারণে বেশিরভাগ ব্যবহারকারীরা ক্রিকেট খেলা দেখার জন্য এই অ্যাপসটিকে ব্যবহার করে।

এটি ডাউনলোড করার জন্য গুগলে গিয়ে “GHD Sports APK Download Latest Version” লিখে সার্চ করুন। এরপরে সর্বপ্রথম ওয়েবসাইট থেকে GHD Sports অ্যাপসটি ডাউনলোড করে ইন্সটল করে ব্যবহার করতে পারেন।

দ্রষ্টব্য: উপরের কিছু অ্যাপ গুগল প্লে-স্টোরে না পাওয়া যেতে পারে। এসব অ্যাপ ব্যবহারে ঝুঁকি থাকতে পারে, নিজ দায়িত্বে ব্যবহার করুন।

টিভিতে লাইভ খেলা দেখার চ্যানেল

বাংলাদেশ থেকে আপনারা যদি টিভিতে লাইভ ফুটবল ম্যাচ দেখতে চান সেক্ষেত্রে কয়েকটি চ্যানেল সাজেস্ট করতে পারি। তবে বাংলাদেশের ক্ষেত্রে অনেক সময় সব লীগ বা ইন্টারন্যাশনাল খেলা সম্প্রচার করা হয় না।

চলুন জেনে নেই যেসকল টিভি চ্যানেলে আপনারা সরাসরি লাইভ খেলা দেখতে পারবেন।

  1. T-Sports
  2. G tv
  3. Star Sports
  4. Maasranga Television

আইফোনে খেলা দেখার অ্যাপস

সাধারণত আইফোনে সব ধরনের অ্যাপস ডাউনলোড করা বা ইনস্টল করা যায় না। যারা iphone ব্যবহারকারী আছেন আপনারা চাইলে Apple TV অ্যাপসটি ব্যবহার করে সকল ধরনের ফুটবল খেলা উপভোগ করতে পারেন।

তবে এটি সাবস্ক্রাইব বেইজ পেইড অ্যাপ্লিকেশন। Apple TV অ্যাপস কিংবা ওয়েবসাইট থেকে সকল ধরনের খেলার পাশাপাশি ওয়েব সিরিজ, প্রিমিয়াম মুভি, MLS এর সকল ম্যাচ উপভোগ করতে পারবেন।

এছাড়াও আইফোনে খেলা দেখার জন্য অন্যতম আরেকটি জনপ্রিয় অ্যাপস হলো এনএফএল (NFL) আপনারা চাইলে এই অ্যাপসটি ব্যবহার করে ফুটবল খেলা উপভোগ করতে পারেন। তবে এটিও একটি পেইড অ্যাপস।

শেষকথা

সম্মানিত পাঠক, আশা করি ফুটবল খেলা দেখার অ্যাপস সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তবে এই অ্যাপসগুলো যেকোনো সময় মালিকপক্ষ চাইলে বন্ধ করে দিতে পারে। আপনার যদি খেলাধুলা সম্পর্কে কোন তথ্য জানার থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন।

এছাড়াও আপনারা কি ক্রিকেট খেলা দেখার অ্যাপস সম্পর্কে জানতে চান? কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। পরবর্তীতে কোন একটি লেখার মাধ্যমে আপনাদের এই সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করবো।

FAQs

লাইভ ফুটবল খেলা দেখার ওয়েবসাইট?

বর্তমানে লাইভ ফুটবল খেলা দেখার জন্য Yalla Shoot একটি জনপ্রিয় ওয়েবসাইট। গুগলে গিয়ে Yalla Shoot লিখে ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন।

ফ্রিতে কিভাবে সরাসরি খেলা দেখব?

সরাসরি খেলা দেখার জন্য Sportzfy অথবা Krira TV অ্যাপস ব্যবহার করতে পারেন।

কলাম থেকে আরও পড়ুন​

SHARES

Picture of শিহাব কাজী

শিহাব কাজী

আমি শিহাব কাজী। বর্তমানে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে বাংলা বিষয়ের উপর (বিএ) করছি। নতুন কিছু জানার উদ্দেশ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঘাটাঘাটি শুরু। এখন নিজে জানার পাশাপাশি অন্যকে জানানোর চেষ্টা করছি। লেখার মধ্যে ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

প্রতিদিনের চেনা অভিজ্ঞতায় আমরা জানি, বাস মানেই রাস্তাঘাটের গাড়ি। একটু পানির …

বর্ষা মৌসুমে অতিরিক্ত ঘাম ও আদ্রতা, স্যাতসেতে পরিবেশ, ঘন ঘন বৃষ্টির …

বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড …

মানব বুদ্ধিমত্তা আর কৃত্রিম বুদ্ধিমত্তার সংঘাতে কে এগিয়ে—এই চিরচেনা প্রশ্ন আবারও …

গত বৃহস্পতিবার (১০ জুলাই) এক নতুন ইতিহাস গড়েন আইরিশ অলরাউন্ডার কার্টিস …

রেজাউল ইসলাম নামে এক যুবলীগ নেতাকে যশোর সদর উপজেলার নিজ বাড়ি …

আবুল খায়ের বিপ্লব নামে নীলফামারীর কিশোরগঞ্জে একজন শিক্ষককে পর্নোগ্রাফির দায়ে গ্রেফতার …

বরবাদ গত ঈদুল ফিতরের মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা। …

সম্প্রতি সৌদি প্রো লীগের ক্লাব আল হিলাল ছাড়ার কিছুদিনের মধ্যে পুনরায় …