আপনি যদি একজন ক্রিকেটপ্রেমী হয়ে থাকেন তাহলে এই লেখাটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই আর্টিকেলের মধ্যে আলোচনা করা হয়েছে লাইভ ক্রিকেট স্কোর বল বাই বল দেখার নিয়ম সম্পর্কে। ক্রিকেট খেলার প্রতিটা মুহূর্ত উপভোগ করার জন্য উক্ত ম্যাচের বল বাই বল স্কোর দেখা খুবই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের অধিকাংশ মানুষের পছন্দের খেলা ক্রিকেট। কিন্তু বর্তমানে লাইভ ক্রিকেট ম্যাচগুলো স্বত্বাধিকার রিজনে youtube কিংবা অন্যান্য ফ্রী প্ল্যাটফর্ম গুলোতে দেখানো হয় না। শুধুমাত্র টিভিতে টি-স্পোর্টস, জি-টিভি এই সকল চ্যানেলগুলোতে দেখানো হয়।
টিভি চ্যানেল ব্যতীত যে সকল এপস কিংবা অটিটি প্ল্যাটফর্ম গুলোতে দেখানো হয় সেগুলো বেশিরভাগ সাবস্ক্রাইব বেইজ। তথা আপনাকে টাকা দিয়ে উক্ত অ্যাপস এর সাবস্ক্রিপশন ক্রয় করে খেলা দেখতে হবে।
কিন্তু ক্রিকেট খেলার মজা প্রতিটি বলের স্কোর দেখার মধ্যে। তাই আপনারা চাইলে ম্যাচের প্রতি বলের আপডেট সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন নিচে দেওয়া টেকনিকগুলো ফলো করে। চলুন কিভাবে সম্পূর্ণ ফ্রিতে লাইভ ম্যাচ স্কোর বল বাই বল দেখতে পারবেন এই সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
লাইভ ক্রিকেট স্কোর বল বাই বল দেখার পদ্ধতি
ক্রিকেট ম্যাচের প্রতিবলের লাইভ স্কোর দেখার জন্য সবথেকে সহজ সমাধান হচ্ছে Cricbuzz অ্যাপস কিংবা ওয়েবসাইট। এছাড়াও NDTV Sports, BDCricTime, ESPNcricinfo, Hindustan Times, Sofascore এর ওয়েবসাইট থেকে সরাসরি ক্রিকেট খেলার লাইভ স্কোর দেখতে পারবেন।
তাছাড়াও আপনারা যদি সরাসরি google এ গিয়ে “live cricket match today” লিখে সার্চ করেন, তাহলে আইসিসি এর অনুমোদিত সকল ধরনের ক্রিকেট লাইভ ম্যাচের স্কোর সম্পূর্ণ ফ্রিতে দেখতে পাবেন। তবে ক্রিকেট ম্যাচ লাইভ স্কোর দেখার ক্ষেত্রে Cricbuzz হবে সেরা সমাধান।
১.Cricbuzz
ক্রিকবাজ হচ্ছে ক্রিকেট নিয়ে তৈরি একটি ব্লগ ও লাইভ স্কোর দেখার অ্যাপস এবং ওয়েবসাইট। এই প্লাটফর্মে আপনারা নিয়মিত সকল ধরনের ক্রিকেট লিগ ও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের লাইভ স্কোর দেখা থেকে শুরু করে, ক্রিকেট নিয়ে নিয়মিত আপডেট ব্লগ সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন।
সম্পূর্ণ ফ্রিতে ক্রিকবাজ এর অ্যাপস গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে, প্লে স্টোরে গিয়ে Cricbuzz লিখে সার্চ করুন। অথবা গুগলে Cricbuzz লিখে সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি স্কোর দেখতে পারবেন।
২.ESPNcricinfo
এটিও ক্রিকবাজ এর মত একটি প্ল্যাটফর্ম। ESPNcricinfo এর ওয়েবসাইটে কিংবা অ্যাপসে ক্রিকেট বিষয়ক সকল আপডেট ব্লগ এবং লাইভ ক্রিকেট ম্যাচ, প্লেয়ার রেংকিং থেকে শুরু করে টুর্নামেন্টের পয়েন্ট টেবিল সহ ক্রিকেট বিষয়ক সকল তথ্য পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে।
আপনারা চাইলে খুব সহজেই প্লেস্টোর থেকে ESPNcricinfo অ্যাপসটি ডাউনলোড করে, লাইভ ম্যাচের বল বাই বল স্কোর উপভোগ করতে পারেন। তাছাড়াও ESPNcricinfo ওয়েবসাইট থেকেও লাইভ ম্যাচের স্কোর দেখতে পারবেন। বর্তমানে এই প্লাটফর্মটি বেশ জনপ্রিয়।
৩.Sofascore
সোফাস্কোর মূলত একটি স্পোর্টস রিলেটেড ওয়েবসাইট ও অ্যাপস। Sofascore এর ওয়েবসাইটে কিংবা অ্যাপস এ সকল ধরনের খেলার লাইভ স্কোর সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন। এখানে ক্রিকেট থেকে শুরু করে ফুটবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, বাস্কেটবল, হ্যান্ডবল, ভলিবল সকল খেলার স্কোর উপভোগ করতে পারবেন।
Sofascore এর অ্যাপস ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে “Sofascore” লিখে সার্চ করতে পারেন। অথবা google ব্রাউজারে গিয়ে Sofascore লিখে সার্চ করে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই সকল ফিচারগুলো ব্যবহার করতে পারেন। Sofascore প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রিকেটের সকল লাইভ ম্যাচের স্কোর বল বাই বল উপভোগ করতে পারবেন।
জানতে পারেন: শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট কিভাবে আয়োজন করবেন?
৪.NDTV Sports
NDTV Sports হলো ইন্ডিয়ার জনপ্রিয় নিউজ পোর্টাল NDTV এর অঙ্গ প্রতিষ্ঠান। NDTV Sports থেকে নিয়মিত ক্রিকেট সম্পর্কিত সকল ব্লগ ফ্রিতে পেতে পারেন। এছাড়াও NDTV Sports এর ওয়েবসাইটে লাইভ ক্রিকেট ম্যাচ স্কোর এবং ক্রিকেট নিউজ দেখতে পারবেন।
এনডিটিবি স্পোর্টস ওয়েবসাইট থেকে আপনারা নিয়মিত যেকোনো ধরনের খেলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ আর্টিকেল দেখতে পারবেন। বর্তমানে NDTV Sports দুইটি ভাষায় (ইংরেজি এবং হিন্দি) পাওয়া যাচ্ছে। আপনাদের পছন্দের ভাষায় পছন্দের ব্লগ দেখতে পারবেন।
৫.BDCricTime
BDCricTime হল স্পোর্টস রিলেটেড একটি বাংলাদেশি নিউজ মিডিয়া। BDCricTime এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা নিয়মিত ক্রিকেট রিলেটেড বিভিন্ন ব্লগ এবং সকল ধরনের ক্রিকেট খেলার লাইভ স্কোর সম্পূর্ণ ফ্রিতে উপভোগ করতে পারবেন।
তাছাড়া ক্রিকেট রিলেটেড বিভিন্ন ধরনের প্রতিবেদন এবং ক্রিকেটের আপডেট সম্পর্কে জানতে BDCricTime এর অফিসিয়াল ফেসবুক পেইজে ঘুরে আসতে পারেন। বাংলাদেশি ক্রিকেট স্পোর্টস রিলেটেড জনপ্রিয় একটি মিডিয়া প্রতিষ্ঠান এটি।
৬.Hindustan Times
হিন্দুস্তান টাইমস ইংরেজি ভাষার ইন্ডিয়ার একটি জনপ্রিয় ডেইলি নিউজ পেপার। তবে এই ওয়েবসাইট থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে নিয়মিত ক্রিকেটের সকল ধরনের লাইভ ম্যাচ স্কোর উপভোগ করতে পারবেন। তাছাড়া Hindustan Times ওয়েবসাইটে ক্রিকেট সম্পর্কিত বিভিন্ন তথ্যবহুল ব্লগ পাবলিশ করা হয়।
ক্রিকেটের সকল লাইভ স্কোর সম্পর্কে জানতে https://www.hindustantimes.com/cricket এই ঠিকানায় যেতে হবে। এছাড়াও আপনারা Hindustan Times এর ওয়েবসাইটে প্রবেশ করে “Cricket” মেনুতে প্রবেশ করলে ক্রিকেট খেলার লাইভ স্কোর দেখতে পারবেন।
উপসংহার
সম্মানিত পাঠকবৃন্দ, আশা করি লাইভ ক্রিকেট স্কোর বল বাই বল দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আমরা উপরে লাইভ ক্রিকেট খেলার স্কোর দেখার সবথেকে নির্ভরযোগ্য ৬টি মাধ্যম সম্পর্কে আলোচনা করেছি।
এছাড়াও লাইভ ক্রিকেট ম্যাচ উপভোগ করার আরো অনেক মাধ্যম রয়েছে। আপনার যদি কোন ধরনের অ্যাপস কিংবা ওয়েবসাইট ভিজিট করে ক্রিকেটের লাইভ স্কোর দেখতে না চান তাহলে সরাসরি গুগলে গিয়ে “live cricket match today” লিখে সার্চ করে পছন্দের ম্যাচ লাইভ ক্রিকেট স্কোর বল বাই বল উপভোগ করতে পারেন।
FAQs
সেরা ক্রিকেট স্কোর দেখার অ্যাপ কোনটি?
বর্তমানে Cricbuzz অ্যাপটি সবচেয়ে জনপ্রিয় এবং নির্ভরযোগ্য ক্রিকেট স্কোর দেখার অ্যাপ। এতে বল বাই বল আপডেট, ম্যাচ বিশ্লেষণ এবং ক্রিকেট রিলেটেড ব্লগ পাওয়া যায়।
গুগল থেকে কীভাবে লাইভ ক্রিকেট স্কোর দেখা যায়?
Google-এ গিয়ে সার্চ বক্সে “Live cricket match today” লিখে সার্চ করলে, বর্তমান চলমান ম্যাচগুলোর লাইভ স্কোর, স্কোয়াড এবং ম্যাচের বিস্তারিত তথ্য দেখতে পাবেন।
