আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ( ডাকসু ) নির্বাচনের তারিখ ধার্য করা হয়েছে। নির্বাচনকে উদ্দেশ্য করে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শারীরিক হামলা হতে পারে , এমন আশঙ্কা করে ভিপি প্রার্থী শামীম হোসেন শাহবাগ থানায় সাধারণ ডায়েরি তথা জিডি করেছেন।
৬ সেপ্টেম্বর ( শনিবার ) শাহবাগ থানায় জিডির আবেদন করেন আলোচিত সমালোচিত ভিপি প্রার্থী শামীম হোসেন। তার বিরুদ্ধে অব্যাহত মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
জিডির আবেদনের তথ্যমতে ভিপি প্রার্থী শামিম হোসেন বলেন,‘‘ আমার তথা শামীম হোসেনের নির্বাচনী প্রচারণার মূল বিষয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য একটি স্বাধীন প্ল্যাটফর্ম তৈরি করা, যা লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের বাইরে শিক্ষার্থীদের নিজস্ব কণ্ঠস্বর তুলে ধরতে বাধা সৃষ্টি করবে না। এবং তার এই ধারণাটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলায় কিছু মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে’’।
ব্যক্তিগতভাবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক বিভিন্ন ধরনের তথ্য ছড়ানো হচ্ছে বলে তিনি আরও উল্লেখ করেন,‘‘ রূপগণ্ডাগুলো ছড়ানোর মাধ্যমে তাকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে নানা ধরনের ট্যাগিং করা হচ্ছে। এবং তার নামে বদনাম ও কুৎসা ছড়ানো হচ্ছে’’।
জিডির আবেদনে তিনি আরো জানান,‘‘ বিভিন্ন দলের ছড়ানো প্রোপাগান্ডা এবং মিথ্যা তথ্যের ফলে তার ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টা হুমকির মুখে পড়েছে। তিনি মানসিক চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবং উল্লেখিতভাবে নির্বাচনের আগে এবং পরে তার উপর কোন ধরনের শারীরিক বা মানসিক আঘাত আসার সম্ভাবনা রয়েছে বলে তিনি আশঙ্কা করছেন’’।
জানুন:-নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা ৩ আগস্ট নরসিংদীতে নাহিদ
