ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আগামী ৩ আগস্ট নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক। ৩ আগস্ট শহীদ মিনারের যোগদানের আমন্ত্রণ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘‘ আপনারা সেদিন এন সি পি সঙ্গে থাকলে সকল দাবি আমরা আদায় করে ছাড়ব’’।
নরসিংদী শহরের পৌরসভার সামনে আয়োজিত পথসভায় আজ বিকেলে নাহিদ ইসলাম এ কথা জানান।
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি ঘোষণা করেন দেশ গড়তে জুলাই পদযাত্রা যার শেষ দিন আজ। জুলাইয়ের প্রথম দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের বাড়ি পীরগঞ্জের বাকনপুর জেলার জাফর পাড়া গ্রামে তার কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয়েছিল এনসিপির এই মাসব্যাপী পদযাত্রা।
আজ নরসিংদীর পথসভায় এনসিপির আহবায়ক নাইট ইসলাম বলেন,‘ আমরা দেখেছি গত এক বছরের দেশে নানান ষড়যন্ত্র হয়ে চলছে। নতুন সংবিধান আমরা পাইনি, ফ্যাসিস্টদের রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেওয়া হয়নি, আমরা কোন দাবি থেকে সরে আসেনি। অভ্যুত্থানের পরবর্তী সময়েও সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশের দাবীতে রাজপথে নামতে হচ্ছে আমাদের।
নাহিদ আরো বলেন, গত একমাস ধরে জুলাই পদযাত্রায় সারাদেশ ঘুরতে ঘুরতে আজ আমরা বিপ্লবের শহর নরসিংদীতে আপনাদের সামনে এসেছি। আমাদের মনে আছে ১৮ জুলাইয়ের কথা। আমরা কখনোই ভুলতে পারবো না সেদিন কি হয়েছিল নরসিংদীতে।
১৭ জুলাই যখন বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছিল, আমরা ঘোষণা করেছিলাম কমপ্লিট শাটডাউন। তখন নরসিংদীতে আমাদের শিক্ষার্থী তাহমিদ শহীদ হয়েছিল। আরো একজন শিক্ষার্থী ইমন।
জুলাই গণঅভ্যুত্থানে নরসিংদী জেলার মোট ২২ জন শহীদ হয়েছেন বলে জানান নাহিদ এবং তাদের স্মরণ করেন তিনি।
নরসিংদীর উদ্দেশ্যে তিনি আরো বলেন, আমরা নরসিংদীর জন্য কাজ করে যেতে চাই, এ জেলাকে শিল্পোন্নত জেলা হিসেবে গড়ে তোলা আমাদের লক্ষ্য। নরসিংদীতে রয়েছে চাঁদাবাজেরা রয়েছে সন্ত্রাসী আমরা তাদেরকে এই এলাকা থেকে বিতাড়িত করতে চাই। আপনারা সবাই নরসিংদীতে এনসিপির হাত শক্তিশালী করুন ইনশাআল্লাহ আমাদের বিজয় আসবেই।
সারা দেশের জুলাই পদযাত্রা যেভাবে আমরা সফল করতে পেরেছি ইনশাল্লাহ আগামী সংসদে আগামীর বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির জয়জয়কার হবে।
জুলাই যোদ্ধাদের পথপ্রদর্শক এবং এনসিপির আহবায়ক আরো বলেন আপনারা জানেন, অন্তবর্তী সরকারে দুজন ছাত্র উপদেষ্টা রয়েছেন তাদের নিয়ে রাজনীতিতে নানা ষড়যন্ত্র চলমান। তারা দুজনই আমাদের জাতীয় নাগরিক পার্টির কেউ নন। তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি। শক্তিশালী করতে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র মুখে দিতে হবে।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী জানান, ঐক্যমত কমিশন গঠিত হয়েছে কিন্তু পেছন থেকে পাঞ্জাবি টেনে ধরেছেন । এখনো সময় আছে সরকারের কথা শুনুন, শহীদদের সঙ্গে থাকুন, যদি না থাকেন, তাহলে ভবিষ্যতে কি হবে ? তা আমরা জানিনা। তিনি আরো বলেন আমরা এ দেশে নতুন সংবিধান চাই নতুন সংবিধান আমরা বানিয়ে ছাড়ব।
এনসিপির সিনিয়র যুগ্ন আহবায়ক সামান্তা শারমিন তার বক্তব্যে বলেন, গণঅভ্যুত্থানের সময় সরকারের কোন বাহিনী, কোন কর্মকর্তার কি ভূমিকা ছিল তা খুঁজে বের করতে হবে। সে আরো বলেন আমরা নিজ চোখে দেখেছি সেনাবাহিনীর অনেক কর্মকর্তা গুলি চালিয়েছিল। কার নির্দেশে তারা গুলি চালিয়েছিল আমরা জানতে চাই।
জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এর সঞ্চালনায় আরো বক্তব্য দেন শিরিন আক্তার, আব্দুল্লাহ আল ফয়সাল এবং নরসিংদীর প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন আরো অনেকে।
১৬ জুলাই এর গোপালগঞ্জের ncv পদযাত্রার কর্মসূচিতে নিষিদ্ধ দল ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা যে হামলা চালান তারপরে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।এবং পুলিশের নিরাপত্তায় নরসিংদী জেলা জুড়ে এমপি আরো অনেকগুলো কর্মসূচি পালন করেছে একই দিনে।
