বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের কারণে দেশের দক্ষিণাঞ্চলের তিন বিভাগে ঝড়ো হওয়া ও অতিমাত্রার মাত্রায় বৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সোমবার তথা (৭জুলাই) দেশের দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জেলায় অতিমাত্রায় মুষলধারে বৃষ্টি লক্ষ্য করা গেছে।
৭ জুলাই, রাতে নদী-বন্দরের জন্য দেখানো সতর্ক বার্তায় দেশের ৭ জেলার উপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানানো হয়েছিল।
সতর্কবার্তায় বলা হয় মঙ্গলবার তথা ৮ জুলাই সকাল ৯ টার মধ্যে দেশে দক্ষিণ অঞ্চলীয় জেলা খুলনা, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, নোয়াখালী ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে আসা ঘন্টায় প্রায় ৪৫ – ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া অথবা ঝড় বৃষ্টি বয়ে যেতে পারে। সাথে অস্থায়ীভাবে প্রবল বৃষ্টি ও বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
একই ধরনের ঝড়ো হাওয়া বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণাঞ্চলের তিন বিভাগের বাকি সকল জেলাগুলোতেও। তাছাড়া বিরামহীন বৃষ্টির সম্ভাবনাও দৃশ্যমান। সতর্কবার্তায় এ সকল এলাকার নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর কথা বলা হয়েছে।
জানতে পারেনঃ খুলনার সঙ্গে সারা দেশের রেল চলাচল বন্ধ।
