আজ শুক্রবার (৩ অক্টোবর) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামে গাছ থেকে নারকেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে সিফাত (১৩) নামক এক মাদ্রাসা শিক্ষার্থীর নিহতর খবর পাওয়া গিয়েছে।
নিহত সিফাত ওই গ্রামের শহিদুল্লাহ মিয়ার ছেলে। পারিবারিক এবং পুলিশ সূত্রে জানা যায় সিফাত কিশোরগঞ্জের একটি হাফেজী মাদ্রাসায় পড়াশোনা করত। ইতিমধ্যে পবিত্র আল-কুরআনের ২১ পারা মুখস্থ করেছিল সে।
পুজোর ছুটিতে বাড়িতে আসলে, আজ শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে নারকেল গাছে উঠেছিল নারিকেল পাড়তে। পরবর্তীতে নারকেল গাছের ডগা (পাতা) কেটে দিলে তা বিদ্যুতের তারে হেলে যায়। এতে বিদ্যুৎস্পর্শে সেখানেই মারা যায় সিফাত।
পরবর্তীতে পার্শ্ববর্তী লোকজন সিফাতের মৃতদেহ গাছ থেকে উদ্ধার করে, যা অর্ধেক পুড়ে গেছিল। খবর পেয়ে কেন্দুয়া থানা থেকে পুলিশ ঘটনাস্থানে এসেছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘বালাইশিমুল ইউনিয়নের সারাপাড়া গ্রামে বিদ্যুৎস্পর্শে সিফাত নামের এক মাদরাসা শিক্ষার্থী মারা গেছে। ঘটনাস্থলে ইতিমধ্য পুলিশ পাঠানো হয়েছে। এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
