চট্টগ্রামের পটিয়া উপজেলায় কচুয়াই ২ নম্বর ওয়ার্ডে গতকাল (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল চোলাই মদসহ কারবারের সঙ্গে জড়িত জাফর আহমেদ (৭০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পটিয়া সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে ক্যাপ্টেন শাকিবের নেতৃত্বে গতকাল (২৩ সেপ্টেম্বর) মঙ্গলবার রাত ৯ টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
আরো জানা যায়, অভিযানে আটককৃত ব্যক্তি জাফর আহমেদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারীর সাথে তার সম্পৃক্ততা স্বীকার করেন।
পরবর্তীতে আইনত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা মদসহ জাফর আহমেদকে পটিয়া থানা পুলিশের হাতে সোপর্দ করে সেনাবাহিনী।
পটিয়া থানা ওসি নুরুজ্জামান জানান, ‘সেনা অভিযানে জাফর আহমেদ নামে এক চিহ্নিত মাদক কারবারিকে বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক করা হয়েছে।
ইতিমধ্যে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং আজ বুধবার আদালতে পাঠানো হয়েছে।
