এ বছর বাংলাদেশে ৩৩ হাজার মণ্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে, বসানো যাবেনা মদ-গাঁজার আসর বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএফ ডেক্স

এ বছর বাংলাদেশে ৩৩ হাজার মণ্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে, বসানো যাবেনা মদ-গাঁজার আসর বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এ বছর গোটা বাংলাদেশে প্রায় ৩৩ হাজার পুজা মন্ডপে দুর্গাপূজা হবে বলে জানিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব .) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।

৮ সেপ্টেম্বর ( সোমবার ) সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে  আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সভার শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

Shihabs Family

তিনি বিশেষভাবে উল্লেখ করেন,‘‘ দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপের আশেপাশে যে মেলা বসে সেখানে মদ ও গাঁজার আসর বসে আসছে বিগত বছরগুলোতে। এবার এ সকল মেলা হবে না।  গাঁজা ও মদের আসর বসানো যাবে না’’।

আসন্ন দূর্গা পূজোকে সামনে রেখে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা কোন আশঙ্কা বা উদ্বেগের কথা উল্লেখ করেননি বলে জানান স্বরাষ্ট্র প্রতিষ্ঠা।

স্বরাষ্ট্র উপদেষ্টা  আইনশৃঙ্খলা সম্পর্কে বলেন,‘‘ এ বছর পূজো উপলক্ষে বাংলাদেশের  দুর্গাপূজা মন্ডপ গুলোতে শুধু আনসার সদস্যরাই থাকবেন ( ৩ ) লক্ষ। এছাড়া পুলিশ সহ অন্যান্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দায়িত্ব পালন করবে যথাযথভাবেই”।

এছাড়াও উল্লেখ করেছেন বর্ডার এলাকার পূজা মন্ডপের দায়িত্ব দেওয়া হবে বিজিবিকে। তবে সারা দেশেই আনসার  বাহিনী প্রয়োগ করা হবে।

এছাড়াও উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,‘‘ দুর্গাপূজা  হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, হিন্দু সম্প্রদায়ের লোকেদের মধ্যে যারা আমাদের সঙ্গে  ছিলেন তারা অঙ্গীকার করেছেন এটা খুব ভালোভাবে হবে। আইনশৃঙ্খলা রক্ষার্থে তাদের যে একটা বড় ভূমিকা রয়েছে ।

সে বিষয়ে তারা বলেছে আইনশৃঙ্খলা রক্ষার্থে পুজো মন্ডপ গুলোতে ২৪ ঘন্টা পর্যবেক্ষণের জন্য দিনে তিনজন এবং রাতে চারজন করে থাকবেন। তারাও পূজা মন্ডপ গুলোকে ২৪ ঘন্টা পর্যবেক্ষণ করবেন যাতে কোন ধরনের সমস্যা তৈরি না হয়।

আরো যা বলা হয়,‘‘ এবছর একটি নতুন অ্যাপ তৈরি করে দেওয়া হয়েছে। যাতে কোন ঘটনা ঘটলে এটির মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবগত করা যাবে। এবং পাশাপাশি ঘটনার কোন সত্যতা আছে কিনা সেটাও যাচাই করে দেখা হবে।

এবং এই অ্যাপস এর মাধ্যমে দ্রুত সাড়া দান পদ্ধতির মাধ্যমে সমস্যা গুলোকে সমাধান করা হবে।

জানুন:- ৮০ বছর বয়স্ক প্রবীণ বাবার সন্তানের বিরুদ্ধে ভরণপোষণ না দেওয়ার অভিযোগ, হামলার শিকার তদন্তরত পুলিশ কর্মকর্তা

কলাম থেকে আরও পড়ুন​

SHARES

Picture of এফএনএফ ডেক্স

এফএনএফ ডেক্স

এফএনএফ নিউজ - দ্রুত, নির্ভীক এবং বাস্তবসম্মত সাংবাদিকতার জন্য আপনার বিশ্বস্ত উৎস। আমরা আপনাকে রাজনীতি, ব্যবসা, খেলাধুলা এবং বিনোদনের সঠিক খবর প্রদান করি।

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

সম্প্রতি ঘোষণা হওয়া নতুন রাজনৈতিক দল এনসিপির কর্মসূচি উপলক্ষে গত ১ …

সম্প্রতি ঘটে যাওয়া যুবদল নেতা কর্তৃক নির্মমভাবে ব্যবসায়ী সোহাগ হত্যার বিচার …

জুলাই হত্যা মামলার আসামি কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার হয়েছে বরিশাল …

ভালোবাসার সংজ্ঞা একেকজনের কাছে একেক রকম হবে। তবে আমার কাছে এটি …

বর্তমান সময়ে ফ্যাশন ও স্টাইলের অন্যতম হাতিয়ার মোবাইল ঘড়ি। প্রযুক্তিগত উন্নয়নের …

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক তথা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ …

জাতিসংঘের ৮০ তম সাধারণ পরিষদ অধিবেশনে যুক্ত হতে যুক্তরাষ্ট্র সফর করেছেন …

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা দিয়ে আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোররাতে উপজেলার …

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার সাফারি পার্ক রোডে বিএনপির দুই নেতার …