খুলনা চট্টগ্রাম মহাসড়কের মোল্লারহাট এলাকায় শ্রমিক মারধরের ঘটনাকে কেন্দ্র করে আজ বুধবার (৬ আগস্ট) সকাল ১০ টায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি ও অটো রিক্সা চালকরা। বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে ও স্লোগান দিয়ে প্রতিবাদ জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার তথা (৪ আগস্ট) মোল্লারহাট বাজারের সিএনজি চালক ফারুক দেওয়ানকে কিছু লোক জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে মারধর করে। অভিযোগ আছে, স্থানীয় জাকির মোল্লার নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে।
সিএনজি চালক ফারুকের মুখে গামচা পেঁচিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। অতিরিক্ত পেটানোর ফলে তার হাত-পা ভেঙে যায়। বর্তমানে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এই মারধরের ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় পরিবহন শ্রমিকরা।
তাই আজকে সকাল দশটায় খুলনা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এই বিষয়ে কালেরকণ্ঠ টিম সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করলে, তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।
