চট্টগ্রামে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

এফএনএফ ডেক্স

চট্টগ্রামে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম আনোয়ার থানায় দায়ের হওয়া আব্দুল শুক্কুর হত্যা মামলায় তিন ভাই সহ মোট পাঁচজনের মৃত্যুদন্ড দিয়েছে আদালত। এবং রায়ে সঠিক অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দেওয়া হয়েছে।

আজ সোমবার (৪ আগস্ট) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ রোজিনা খানের আদালত এই রায় দেওয়া হয়।

Shihabs Family

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচজন হলেন, চট্টগ্রামের আনোয়ারা থানার চাতরী ইউনিয়নের আহামদ মিয়া, নুরুল আবছার, মো: ইলিয়াছ সম্পর্কে তারা আপন ভাই। এবং বাকি দুইজন মো: রফিক ও মো: সোলায়মান। রায় ঘোষণার সময় অপরাধী চারজন আদালতে হাজির ছিলেন।

সঠিক অভিযোগ প্রমাণিত না হওয়ায় আবদুল কুদ্দুছ, মো: আনোয়ার ও মো: এনাম খালাস পায়। অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচজনকে মৃত্যুদণ্ডর পাশাপাশি প্রত্যককে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।

১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহম্মেদ।

আদালতে রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো: ইলিয়াস ও নুরুল আফসার আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে তাদের। এবং পলাতক মো: রফিক, আহামদ মিয়া ও মো. সোলায়মানের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

আদালত সূত্র এবং মামলার নথি সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৯ আগস্ট আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের পশ্চিম সিংহরা এলাকায় আব্দুল শুক্কুরকে বাসা থেকে ফোন করে ডেকে নিয়ে যাওয়ার পরে তার কোন খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে ২১ আগস্ট চাতরি এলাকায় তার মরদেহ পাওয়া যায়।

এই ঘটনায় আব্দুল শুক্কুরের ছেলে মো: মিজান বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা করেন। পুলিশি তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র জমা দিলে অভিযোগ গঠন করে বিচার শুরু করা হয়।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, পূর্বশত্রুতারজেরে পরিকল্পিতভাবে ঘর থেকে ডেকে নিয়ে আব্দুল শুক্কুরকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়।

কলাম থেকে আরও পড়ুন​

SHARES

Picture of এফএনএফ ডেক্স

এফএনএফ ডেক্স

এফএনএফ নিউজ - দ্রুত, নির্ভীক এবং বাস্তবসম্মত সাংবাদিকতার জন্য আপনার বিশ্বস্ত উৎস। আমরা আপনাকে রাজনীতি, ব্যবসা, খেলাধুলা এবং বিনোদনের সঠিক খবর প্রদান করি।

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

ঢালিউড সিনেমায় মাহিয়া মাহি ও বাপ্পি চৌধুরী পরিচিত নাম। দীর্ঘ এক …

বহুল প্রতীক্ষিত সেই জুলাই সনদের স্বাক্ষরের সময় ও তারিখ জানা গেল। …

বিগত বছরগুলোতে যেখানে দেশের মানুষ কেবলমাত্র উন্নয়নের জয়গান শুনে গেছে সেখানে …

ব্রিটিশ এমপি ও সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক …

রাজধানীর সাভারের আশুলিয়ায় অষ্টম শ্রেণীতে পড়ুয়া এর স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে …

ঢাকা নবাবগঞ্জে ধর্ষণের অভিযোগে গণপিটুনি দিয়ে এক শিক্ষককে পুলিশে সোপর্দ করছেন …

দুর্নীতি দমন কমিশনের মামলায় সম্প্রতি বাংলাদেশের আদালতে ব্রিটিশ এমপি ও স্বৈরাচারী …

মানসিক অসুস্থ পুত্রবধূর ধারালো বটির কোপে প্রাণ গেল পাবনার সাথিয়া থানার …

বর্ষা মৌসুমে অতিরিক্ত ঘাম ও আদ্রতা, স্যাতসেতে পরিবেশ, ঘন ঘন বৃষ্টির …