সিলেটের সুনামগঞ্জের তাহিরপুর ও দোয়ারাবাজার সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি গরু এবং গরু পরিবহণে ব্যবহৃত দুটি ট্রলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (২ আগস্ট) দুটি পৃথক অভিযানের মাধ্যমে এগুলো জব্দ করা হয়।
জানা গেছে, ২৮ বিজিবি ব্যাটালিয়নের তাহিরপুরের বিরেন্দ্রনগর বিওপির টহল দল আজ শনিবার (২ আগস্ট) দুপুরে তাহিরপুর ও দোয়ারাবাজার সীমান্তের হাওর তীরের কচুয়াছড়া থেকে ১টি ট্রলার বোঝাই ১৮টি গরুটি জব্দ করেছে।
এবং আজকেই দোয়ারাবাজারের বাঁশতলা বিওপির টহল দল অন্য আরেকটি অভিযানে ১টি ট্রলারসহ ১৪টি গরু জব্দ করেছে।
২৮ বিজিবি ব্যাটলিয়ন সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, জব্দকৃত গরুগুলো এবং দুটি টলারের মূল্য প্রায় ৩০ লাখ ২০ হাজার টাকা।
