জুলাই শহীদদের গণ কবর জিয়ারত করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ শনিবার (২ আগস্ট) মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান ঘুরে জুলাই শহীদদের কবর জিয়ারত করছেন এবং তাদের জন্য প্রার্থনা করছেন।
কবর জিয়ারত শেষে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান ঘুরে দেখেন। পাশাপাশি ওইখানে যারা কন্টাকটারের কাজ করতেছেন তাদের সাথে কথা বলছেন এবং তাদের কাজের খবর নিচ্ছিলেন।
শুক্রবার (১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আজকে শনিবার (২ আগস্ট) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী দুইটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
শনিবার বেলা ১১ টায় প্রথমে মোহাম্মদপুর থানা পরিদর্শন করবেন, এরপর বেলা ১১ টা ১৫ মিনিটে তিনি রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে গণকবর পরিদর্শনে যাবেন, যেখানে ২০২৪ এর জুলাই মাসে নিহতদের সমাহিত করা হয়েছে।
সেই কর্মসূচির ভিত্তিতে আজ মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে রায়েরবাজারের গণকবর পরিদর্শনে আসেন স্বরাষ্ট উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
