মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণে বাড়ছে সবজির দাম

এফএনএফ ডেক্স

মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণে বাড়ছে সবজির দাম

একদিক থেকে চাঁদাবাজ ও মধ্যস্বত্বভোগীদের কারণে বাজারে সবজির দাম বেড়েই চলেছে অপরদিকে কৃষকেরা তাদের নায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। এরকম পরিস্থিতিতে বাজার ঠিক রাখতে কার্যকর নজরদারি দরকার। ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

ক্রেতা বিক্রেতা ও কৃষকের সঙ্গে কথা বলে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ট্যারিফ কমিশন এ প্রতিবেদন করেছে।

Shihabs Family

বর্তমান সবজির বাজারের সমস্যা চিহ্নিত করে, সেই অনুযায়ী ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছে কমিশন। ওই প্রতিবেদনে উল্লেখ আছে, কৃষকদের কাছ থেকে খুবই কম দামে পণ্য ক্রয় করে তা বেশি দামে বিক্রি করে কিছু মধ্যস্বত্বভোগীরা।

এছাড়াও পরিবহন কেন্দ্রিক এবং বাজারকেন্দ্রিক চাঁদাবাজিতে কাঁচামাল সরবরাহের সময়ে বাড়তি টাকা খরচ করতে হয় আড়তদারদের। যার প্রভাব পড়েছে বাজার দামের উপর।

প্রতিবেদনে আরো উল্লেখ করেছে, সরকারের সুষ্ঠু কৃষি বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা হলেও তা বর্তমানে সঠিকভাবে প্রয়োগ হচ্ছে না।

প্রতিবেদনে কমিশন একজন বিক্রেতার অভিযোগ তুলে ধরেছে। বিক্রেতা বলেন, “চাঁদাবাজি জিনিসটা একদমই ভালো না এটার কারণে অনেক অশান্তি হয়। পরিবহন খরচ অনেক বেড়ে যায়, দেখা যায় গাড়িতে মাল আসতে আসতে এঁকে টাকা দিতে হয় ওকে টাকা দিতে হয় ফলে ভাড়া বেশি পরে।”

এছাড়াও একজন ক্রেতার অভিযোগ তুলে ধরেছেন। ক্রেতা বলেন, “মানুষের ওরকম আর্নিং সোর্স নাই। চাকরির ক্ষেত্রে তেমন ভালো অবস্থা নেই। ব্যবসা-বাণিজ্য ও মন্দা। তার মধ্যে যদি এরকম পরিস্থিতি হয়, তাহলে আমরা কোথায় যাব?”

সরকারকে সঠিক বাজার তদারকির পাশাপাশি সবজি উৎপাদন এলাকায় আধুনিক হিমাগার তৈরির সুপারিশ করেছে ট্যারিফ কমিশন।

কলাম থেকে আরও পড়ুন​

SHARES

Picture of এফএনএফ ডেক্স

এফএনএফ ডেক্স

এফএনএফ নিউজ - দ্রুত, নির্ভীক এবং বাস্তবসম্মত সাংবাদিকতার জন্য আপনার বিশ্বস্ত উৎস। আমরা আপনাকে রাজনীতি, ব্যবসা, খেলাধুলা এবং বিনোদনের সঠিক খবর প্রদান করি।

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

জামালপুরে যুবদল নেতা মোঃ সজল মাহমুদকে ইভটিজিং এর দায়ে ছয় মাসের …

সম্প্রতি মিয়ানমারে মেয়েদের এশিয়ান কাপ বাছাইপর্ব শেষ হয়েছে, এরপরে ঢাকায় সাফ …

জুলাই হত্যা মামলার আসামি কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার হয়েছে বরিশাল …

বাবার ভাই চাচা যেখানে সম্মান এবং প্রতিরক্ষা হওয়ার কথা ভাতিজির কাছে …

মানিকগঞ্জের ঘিওরে রাশিদা বেগম (৫৫) নামক এক গৃহবধূকে হত্যার পরে তার …

২৮ আগস্ট ( বৃহস্পতিবার ) সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউনের ঘোষণা …

ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর মারণ রোগ লিভার ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসা …

মানিকগঞ্জ সদর উপজেলার মহেশপুর গ্রামের প্রবীণ মঙ্গল হোসেন (৮০) সন্তানের বিরুদ্ধে …

গতবছর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ৫ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পলায়নের …