আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড | PDO Certificate Download

শিহাব কাজী

আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড

বিদেশে যাওয়ার পূর্বে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে যদি ৩ দিন অথবা ৭ দিন কিংবা ৩ মাস, ৬ মাস বা ৮ মাসের ট্রেনিং করে আরপিএল পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

বিএমইটি থেকে PDO ট্রেইনিং শেষে নির্ধারিত ফি প্রদান করে Ami Probashi Certificate ডাউনলোড করতে হয়। এজন্য Ami Probashi অ্যাপসে লগইন করে profile অপশনে প্রবেশ করে নির্দিষ্ট সার্টিফিকেট এর উপর ক্লিক করুন।

Shihabs Family

নির্ধারিত ফি (১০০ টাকা) প্রদান করে Download Certificate বাটনে ক্লিক করলে আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। এরপরে আপনারা এটিকে প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন।

এছাড়াও আরো কয়েকটি উপায়ে Ami Probashi Certificate / PDO Certificate Download করতে পারবেন। চলুন আরো কয়েকটি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

আর হ্যাঁ, আপনি যদি এখনো Ami Probashi Registration না করে থাকেন সেক্ষেত্রে আরপিএল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না এবং সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন না। তাই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কমেন্টে জানাতে পারেন।

আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড করার পদ্ধতি

Ami Probashi মোবাইল অ্যাপস ব্যবহার করে খুব সহজেই আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। চলুন সম্পূর্ণ প্রক্রিয়া দেখে নেই। তবে তার আগে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করে “Ami Probashi” মোবাইল অ্যাপসটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।

  • Ami Probashi – অ্যাপসে প্রবেশ করে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিন।
  • এরপরে নিচের ডান কর্নারের “প্রোফাইল” অপশনে প্রবেশ করুন।
  • তারপরে “সার্টিফিকেট” অপশনে ক্লিক করুন।
  • আপনার নির্দিষ্ট কোর্সের সার্টিফিকেটটি চলে আসবে।
  • ডাউনলোড করার জন্য “পেমেন্ট করুন” বাটনে ক্লিক করে সার্ভিস চার্জ প্রদান করতে হবে।
  • “পরবর্তী” অপশনে গিয়ে মোবাইল ব্যাংকিং অথবা বিকাশের মাধ্যমে নির্ধারিত সার্ভিস চার্জ (বর্তমানে ১০০ টাকা) পেমেন্ট করুন।
  • সঠিকভাবে পেমেন্ট কমপ্লিট হলে “পেমেন্ট করুন” এর জায়গায় “সার্টিফিকেট ডাউনলোড করুন” বাটন চলে আসবে।
  • তারপরে “সার্টিফিকেট ডাউনলোড করুন” বাটনে ক্লিক করে উপরের ডান কর্নারের ডাউনলোড আইকনে ক্লিক করলে, এটি pdf আকারে ডাউনলোড হয়ে যাবে।

মোবাইল অ্যাপস ব্যবহার করে খুব সহজে এই পদ্ধতিতে Ami Probashi Certificate / PDO Certificate ডাউনলোড করতে পারবেন।

আমি প্রবাসী ওয়েবসাইট থেকে সার্টিফিকেট ডাউনলোড

আমি প্রবাসী ওয়েবসাইট থেকে সার্টিফিকেট ডাউনলোড করার জন্য প্রথমে https://amiprobashi.com/ এই ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপরে যথাক্রমে নিচের স্টেপ গুলো ফলো করুন।

  • Download Cards মেনু থেকে > Download PDO Certificate অপশনে প্রবেশ করুন।
  • তারপরে আপনার পাসপোর্ট নাম্বার এবং সঠিকভাবে নিচের ক্যাপচা পূরণ করে “Search card / certificate” বাটনে ক্লিক করুন।
  • এরপরে আপনাদের সামনে ট্রেনিং এর সার্টিফিকেট চলে আসবে। উপরে ডান কর্নারে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করে, এটিকে পিডিএফ ফাইল হিসেবে ডাউনলোড করতে পারবেন।
  • পরবর্তীতে সার্টিফিকেটটি প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করে ব্যবহার করতে পারেন।

একই পদ্ধতিতে আমি প্রবাসী ওয়েবসাইট থেকে সকল ধরনের Training & Certificate ও BMET Service গ্রহণের জন্য আবেদন করতে পারবেন। শুধুমাত্র আমি প্রবাসী ওয়েবসাইটে প্রবেশ করে মেনুবার থেকে আপনার প্রয়োজনীয় সার্ভিসটি বেছে নিন।

আমি প্রবাসী বা PDO ট্রেনিং সার্টিফিকেট কি?

আমি প্রবাসী বা PDO এমন একটি সার্টিফিকেট যা সরকারিভাবে প্রমাণ করে আপনি বিদেশে গিয়ে কাজের যোগ্যতা বা বিশেষ জ্ঞান অর্জন করেছেন। বিদেশে যাওয়ার পূর্বে বিভিন্ন বিষয়ের উপর বিএমইটি থেকে একটি ওরিয়েন্টেশন ট্রেইনিং করানো হয়।

এই ট্রেনিংটি সফলভাবে শেষ হলে বিএমইটি থেকে একটি স্বীকৃতিপত্র বা সার্টিফিকেট প্রদান করা হয়, এই সার্টিফিকেটকে আমি প্রবাসী বা PDO (Pre-departure Orientation) সার্টিফিকেট বলা হয়। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার নিয়ন্ত্রিত প্রবাসী কর্মসংস্থান এবং প্রশিক্ষণ অধিদপ্তর থেকে সার্টিফিকেট প্রদান করে।

জানতে পারেনঃ অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার পদ্ধতি।

আমি প্রবাসী সার্টিফিকেটের গুরুত্ব

বর্তমান যুগে সরকার প্রবাসীদের অতিরিক্ত সুবিধা দেয়ার জন্য এবং তাদেরকে আরো দক্ষভাবে গড়ে বিদেশে পাঠানোর জন্য এই উদ্যোগটি গ্রহণ করেছে। আপনি যদি কর্মের উদ্দেশ্যে বিদেশ যেতে চান, তাহলে আপনার অবশ্যই আমি প্রবাসী বা পিডিও সার্টিফিকেট থাকা প্রয়োজন।

এর ফলে বর্তমানে প্রবাসীরা আগের থেকে খুব সহজে বিদেশে কাজ পেয়ে যাচ্ছে। বিদেশে কোন কাজের ইন্টারভিউর ক্ষেত্রে যদি আমি প্রবাসী সার্টিফিকেট জমা দেওয়া যায়, সেক্ষেত্রে ওই ব্যক্তি বেশি গুরুত্ব পায়। কেননা ঐ ব্যক্তি প্রয়োজনীয় দক্ষতা সম্পন্ন হিসেবে বিবেচিত হয়।

আপনি যদি কাজের জন্য বিদেশ যাওয়ার আগে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ট্রেনিং নিয়ে যান সেক্ষেত্রে, বিদেশে গিয়ে খুব সহজে কাজের সুযোগ পাবেন। তাই বর্তমানে কাজের জন্য বিদেশ যাওয়ার পূর্বে অবশ্যই আমি প্রবাসী সার্টিফিকেট নিয়ে যাওয়া উত্তম।

FAQs

আমি প্রবাসী সার্টিফিকেটের ফি কত টাকা?

প্রয়োজনীয় ট্রেনিং শেষে আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড করার জন্য ১০০ টাকা সরকারি ফি (সার্ভিস চার্জ) প্রদান করতে হবে।

আমি প্রবাসী সার্টিফিকেট পেমেন্ট কিভাবে করব?

আমি প্রবাসী সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করার ক্ষেত্রে বিকাশ কিংবা যেকোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে (SSLCOMMERZ) পেমেন্ট করতে পারবেন।

কলাম থেকে আরও পড়ুন​

SHARES

Picture of শিহাব কাজী

শিহাব কাজী

আমি শিহাব কাজী। বর্তমানে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে বাংলা বিষয়ের উপর (বিএ) করছি। নতুন কিছু জানার উদ্দেশ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঘাটাঘাটি শুরু। এখন নিজে জানার পাশাপাশি অন্যকে জানানোর চেষ্টা করছি। লেখার মধ্যে ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

১ই সেপ্টেম্বর ( সোমবার ) দুপুরে বান্দরবানের লামা উপজেলার আট মাসের …

যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পরে এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল …

সুন্দরী নারী কে ব্যবহার করে বগুড়ায় ফাঁদে ফেলে দুই ব্যক্তিকে ফ্ল্যাটে …

অনলাইনে একটি ব্যবসা শুরু করার সর্বপ্রথম ধাপ হল ব্যবসার জন্য সুন্দর …

তরুন থেকে প্রবীণ কমবেশি সকলেই ফুটবল খেলা পছন্দ করে। ক্লাব কিংবা …

প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের পরও শান্ত হয়নি নেপালের রাজপথ। আজ …

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক তথা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ …

আমি একজন ক্ষুদ্র মেসি ভক্ত বলছি। পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম ফুটবল …

বাংলাদেশের আসন্ন নির্বাচনের তারিখ নির্ধারিত না হলেও আগামী বছরের এপ্রিল-জুনের মধ্যে …