জনগণের উদ্দেশে যা বললেন নেপালের সেনাপ্রধান

এফএনএফ ডেক্স

জনগণের উদ্দেশে যা বললেন নেপালের সেনাপ্রধান

প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের পরও শান্ত হয়নি নেপালের রাজপথ। আজ মঙ্গলবার তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন অলি। জানাগেছে, তিনি নিজ দেশ ছেড়ে দুবাইয়ে পাড়ি জমানোর পরিকল্পনা করছেন।

কেপি শর্মা অলির পদত্যাগের আগে পার্লামেন্ট ভবন, রাজনৈতিক দলের কার্যালয়, মন্ত্রীদের বাড়ি-ঘরসহ বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা। তিনি পদত্যাগের পরও এ অগ্নিসংযোগ, ভাঙচুর অব্যাহত আছে।

Shihabs Family

সাধারণ মানুষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগদেল। তিনিসহ দেশটির অন্যান্য সরকারি কর্মকর্তারা পরামর্শ করে একটি বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে সেনাপ্রধান সহ অন্যরা দেশের সবাইকে শান্ত থাকার প্রস্তাব করেছেন, প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগপত্র যেহেতু গৃহীত হয়েছে। আমরা সব নাগরিককে শান্ত থাকা এবং আরও প্রাণহানিও সম্পদের ধ্বংস এড়ানোর আহ্বান জানাচ্ছি। আমরা সব পক্ষকে রাজনৈতিক সংলাপের মাধ্যমে সুন্দর ও নুতন পথ বেছে নেওয়ার আহ্বান জানাচ্ছি।

পদত্যাগের পর দেশ ছেড়ে পালানোর জন্য সেনাবাহিনীর সাহায্য চেয়েছে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর কেপি শর্মাকে ক্ষমতা ছাড়তে বলেন সেনাপ্রধান।

আরো জানা গিয়েছে, কেপি শর্মা সেনাপ্রধানকে পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। তবে সেনাপ্রধান অশোক রাজ সিগদেল জানান, শুধুমাত্র তিনি পদত্যাগ করলেই দায়িত্ব নেবেন।

এরপর তিনি দেশ থেকে নিরাপদে চলে যাওয়ার জন্য সহায়তা চান। এবং কিছুক্ষণ আগে তিনি হেলিকপ্টারে করে দেশ থেকে পালিয়ে গিয়েছেন।

কলাম থেকে আরও পড়ুন​

SHARES

Picture of এফএনএফ ডেক্স

এফএনএফ ডেক্স

এফএনএফ নিউজ - দ্রুত, নির্ভীক এবং বাস্তবসম্মত সাংবাদিকতার জন্য আপনার বিশ্বস্ত উৎস। আমরা আপনাকে রাজনীতি, ব্যবসা, খেলাধুলা এবং বিনোদনের সঠিক খবর প্রদান করি।

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

অপারেশন ম্যানেজার পদে দক্ষ জনবল নিয়োগ দিবে লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট …

অতিরঞ্জিত বলিউড সিনেমার তিল থেকে তাল করা দেশপ্রেমের দৃশ্যের মধ্যেই কি …

বর্তমানে বাংলাদেশের আলোচিত এবং সমালোচিত অন্যতম একজন মডেল নায়লা নাঈম। বরাবরই …

ঢালিউড সিনেমায় মাহিয়া মাহি ও বাপ্পি চৌধুরী পরিচিত নাম। দীর্ঘ এক …

বরবাদ গত ঈদুল ফিতরের মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা। …

আজ রোববার দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক …

আজ তথা শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে চুয়াডাঙ্গার …

জুলাই হত্যা মামলার আসামি কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার হয়েছে বরিশাল …

আজ ১৪ই সেপ্টেম্বর ২০২৫ রবিবার মানিকগঞ্জের শিবালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ …