মানব বুদ্ধিমত্তা আর কৃত্রিম বুদ্ধিমত্তার সংঘাতে কে এগিয়ে—এই চিরচেনা প্রশ্ন আবারও উঠে এসেছে প্রযুক্তি জগতে। টোকিওতে অনুষ্ঠিত ‘অ্যাটকোডার ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস ২০২৫’-এর মঞ্চে তার একটি প্রতীকী জবাব মিলেছে।
প্রতিযোগিতাটির শীর্ষস্থান দখল করেছেন পোল্যান্ডের দক্ষ প্রোগ্রামার প্রজেমিস্লাভ ডেবিয়াক, যিনি অনলাইনে ‘সাইহো’ নামে পরিচিত এবং একসময় ওপেনএআইয়ের সঙ্গে যুক্ত ছিলেন।
এবার তিনি মুখোমুখি হয়েছিলেন নিজেই পূর্বে কাজ করা প্রতিষ্ঠানেরই তৈরি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের। আর সেই দ্বৈরথে বিজয়ী হয়ে উঠে এসেছেন শিরোনামে। বিশ্বখ্যাত প্রোগ্রামিং প্রতিযোগিতা অ্যাটকোডার ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে প্রতিবছরই শীর্ষস্থানীয় ১২ জনকে আমন্ত্রণ জানানো হয়।
তবে ২০২৫ সালের আসর ছিল ব্যতিক্রমী—এই প্রথমবারের মতো প্রতিযোগিতায় মানুষের প্রতিদ্বন্দ্বী হিসেবে অংশ নেয় একটি এআই মডেল।
