এখন থেকে আপনারা ঘরে বসে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন। হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্সের বর্তমান অবস্থা জানার জন্য বার বার BRTA অফিসে ঘোরাঘুরি করার প্রয়োজন নেই। চলুন এই সহজ পদ্ধতি আপনাদের জানিয়ে দেই।
ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার ৩ মাস পেরিয়ে গেল কিন্তু কোন আপডেট নেই? এরকম সমস্যায় অনেকেই পড়েছেন। আবেদন করার পরে প্রসেসিং হতে ১ মাসের মত সময় লাগে। কিন্তু বিভিন্ন কারণে অনেক সময় মাসের পর মাস এটি পেন্ডিংয়ে রয়ে যায়।
সেক্ষেত্রে আপনারা ঘরে বসে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করে কোন সমস্যা জানতে পারলে BRTA অফিসে এই বিষয় সম্পর্কে অবগত করতে পারেন।
অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার পদ্ধতি
ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য গুগল প্লে-স্টোর থেকে BRTA DL Checker অ্যাপসটি ইন্সটল করুন। তারপরে “DL No/ BRTA Ref. No” বক্সে আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বার অথবা রেফারেন্স নাম্বার (আবেদন ফর্মে থাকে) বসিয়ে দিয়ে আপনার জন্ম তারিখ সিলেক্ট করে, search বাটনে ক্লিক করুন।
বর্তমানে ড্রাইভিং লাইসেন্স চেক করার সবথেকে সহজ পদ্ধতি এটি। এছাড়াও আপনারা চাইলে আরো অনেক মাধ্যমে আপনার ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস চেক করতে পারবেন। এই লেখাটিতে আপনাদের অনেকগুলো পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
মোবাইল নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক
আপনার হাতে থাকা বাটন ফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে মোবাইল নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন। এজন্য আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বার অথবা রেফারেন্স নাম্বার প্রয়োজন হবে। চলুন সম্পূর্ণ পদ্ধতি সম্পর্কে জেনে নেই।
- প্রথমে আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে চলে যান।
- এরপরে টাইপ করুন DL স্পেস <space> দিয়ে ড্রাইভিং লাইসেন্স নাম্বার অথবা রেফারেন্স নাম্বার প্রদান করুন। উদাহরণ: DL DH89046
- 26969 নাম্বারে মেসেজ পাঠিয়ে দিন।
- পরবর্তীতে ফিরতি এসএমএস-এ আপনার ড্রাইভিং লাইসেন্সের বিস্তারিত তথ্য জানতে পারবেন।
তবে এই পদ্ধতিতে লাইসেন্সের বিস্তারিত জানতে পারবেন না। শুধুমাত্র লাইসেন্সধারীর নাম এবং লাইসেন্সের মেয়াদ জানতে পারবেন।
brta.gov.bd ড্রাইভিং লাইসেন্স চেক
বিআরটিএ (Bangladesh Road Transport Authority) ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে আপনার ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।
- প্রথমে bsp.brta.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
- প্রয়োজনে আপনার অ্যাকাউন্ট লগইন করে নিন।
- তারপরে “ড্রাইভিং লাইসেন্স” অপশনে প্রবেশ করুন।
- আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বার এবং জন্ম তারিখ প্রদান করুন।
- এরপরে “Submit” বাটনে ক্লিক করলে আপনার লাইসেন্সের সকল তথ্য দেখতে পারবেন।
প্রিয় পাঠক, অনেক সময় সার্ভার ব্যস্ত থাকার কারণে ওয়েবসাইটের মাধ্যমে আপনার ড্রাইভিং লাইসেন্স চেক করতে অসুবিধা হতে পারে।
সেক্ষেত্রে আপনারা অন্যান্য মাধ্যমগুলো ব্যবহার করে এই কাজটি সম্পাদন করতে পারবেন। অতি দ্রুত brta.gov.bd ওয়েবসাইট থেকে ড্রাইভিং লাইসেন্স চেক করার পদ্ধতি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক
ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার পরে আমাদেরকে আবেদন কপিতে শুধুমাত্র একটি রেফারেন্স নাম্বার দেওয়া হয়। তবে আমরা উপরে যে সকল চেকিং পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি ওইগুলো সবই ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিয়ে চেক করতে হয়।
কিন্তু যেহেতু আপনি নতুন আবেদন করেছেন আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স নাম্বার নেই! সেক্ষেত্রে আপনি চাইলে খুব সহজেই রেফারেন্স নাম্বার দিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন। হ্যাঁ, চলুন বিস্তারিত সম্পর্কে জেনে নেই।
- এজন্য আপনার একটি এন্ড্রয়েড মোবাইল ফোন এবং ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে।
- প্রথমে “BRTA DL Checker” এখানে ক্লিক করে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইন্সটল করুন।
- এপ্লিকেশনটি ওপেন করলে নিচের ছবির মত একটি ইন্টারফেস দেখতে পাবেন।
- এখানে প্রথমে “DL No/ BRTA Ref. No” বক্সে আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বার অথবা রেফারেন্স নাম্বার বসিয়ে দিন।
- তারপরে আপনার আইডি কার্ড অনুযায়ী date of birth তথা জন্মতারিখ বসিয়ে দিন।
- উপরের তথ্যগুলো পুনরায় চেক করে “search” বাটনে ক্লিক করুন।
- কিছু সময় processing হয়ে, আপনার লাইসেন্সের স্ট্যাটাস এবং সকল তথ্য চলে আসবে।

নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক
বাংলাদেশের ক্ষেত্রে শুধুমাত্র নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার কোন সিস্টেম এখন পর্যন্ত চালু নেই। তবে ইন্ডিয়ায় এই সিস্টেমটি চালু রয়েছে। যারা ইন্ডিয়া থেকে লেখাটি দেখছেন আপনারা চাইলে নাম দিয়ে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারেন।
- এজন্য প্রথমে https://parivahan.gov.in/ এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- ওয়েবসাইটের মেনুবারের “Online service” মেনু থেকে “Driving License Related Services” অপশনটিতে প্রবেশ করুন।
- এরপরে পুনরায় মেনুবার থেকে “Others” মেনু থেকে “DL Search” অপশনে প্রবেশ করুন।
- আপনার মোবাইল নাম্বার প্রদান করে, সঠিকভাবে ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন।
- আপনি কোন রাজ্যের বাসিন্দা তা সিলেক্ট করতে হতে পারে।
- তারপরে দেখবেন আপনার সামনে অনেকগুলো অপশন আসবে। এখান থেকে শুধুমাত্র “licence holder name” তথা যার নামে এই লাইসেন্সটি তৈরি করা, এবং “date of birth” তার জন্ম তারিখ প্রদান করুন। অবশ্যই নাম Capital letter-এ টাইপ করতে হবে।
- তারপরে নিচের “search” বাটনে ক্লিক করুন।
- সবকিছু ঠিক থাকলে, আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বার সহ বিস্তারিত সবকিছু চলে আসবে।
ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার
ড্রাইভিং লাইসেন্স চেক করার সবথেকে ভালো সফটওয়্যার BRTA DL Checker এটি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ প্রদত্ত এই সফটওয়্যারটি ব্যবহার করে খুব সহজে শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স নাম্বার অথবা রেফারেন্স নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারেন।
এজন্য গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিবেন। তারপরে এটি ইন্সটল করে প্রবেশ করুন। আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বার অথবা রেফারেন্স নাম্বার বসিয়ে, আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ সিলেক্ট করে search বাটনে ক্লিক করুন।
জানতে পারেনঃ ওয়ালটন মোবাইল কিস্তিতে কেনার নিয়ম।
শেষকথা
সম্মানিত পাঠক, আশাকরি অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার কয়েকটি পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন। আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স চেক করা নিয়ে দ্বিধা দ্বন্দ্বের সম্মুখীন ছিলেন আশাকরি লেখাটি আপনাদের ক্ষেত্রে অনেক উপকারী হয়েছে।
ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে যেকোনো তথ্য জানতে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমরা পরবর্তীতে কোন লেখার মাধ্যমে আপনার সমস্যাটির সমাধান দেয়ার চেষ্টা করব। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য এফএনএফ নিউজ ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
FAQs
মোটরসাইকেল লাইসেন্স কিভাবে চেক করব?
মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য গুগল প্লে স্টোর থেকে BRTA DL Checker অ্যাপসটি ডাউনলোড করে ইন্সটল করুন। এরপরে আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বার ও জন্মতারিখ বসিয়ে সার্চ বাটনে ক্লিক করলে, লাইসেন্সের স্ট্যাটাস ও তথ্য জানতে পারবেন।
কিভাবে BRTA রেজিস্ট্রেশন লাইসেন্স চেক করবেন?
আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে DL< Space>Reference no টাইপ করুন (উদাহরণ: DL DM35A05)। এবং মেসেজ পাঠিয়ে দিন 26969 নাম্বারে। ফিরতি এসএমএসে বিস্তারিত পেয়ে যাবেন।
