এই আধুনিক বিশ্বে ইন্টারনেট ব্যবহার করে প্রায় সকল কাজ সম্পাদন করা যায়। ঠিক তেমনি ইন্টারনেট ব্যবহার করে মোবাইল নাম্বার দিয়ে জেনে নিন আপনার বন্ধু কোথায় আছে। হ্যাঁ! শুনে অবাক হলেও এই লেখাটি সম্পূর্ণ দেখলে এটা করতে পারবেন।
মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করার বেশ কয়েকটি মাধ্যম রয়েছে। আমরা জনপ্রিয় কয়েকটি মাধ্যম নিয়ে এই লেখাটিতে বিস্তারিত আলোচনা করব। মোবাইল নাম্বার দিয়ে অপরিচিত যে কোন ব্যক্তির নাম এবং ঠিকানা বের করার ট্রিক্স দেখানো হবে।
আপনার ফোনে যদি অপরিচিত কেউ ফোন করে এবং আপনি যদি ওই ব্যক্তির নাম ঠিকানা জানতে চান, সেটা খুব সহজেই করতে পারবেন। এখন আর কঠিন নয়! আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি ব্যবহার করে এই কাজটি নিজেই করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেই।
মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করার পদ্ধতি
মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করার জন্য Truecaller কলিং এপস ব্যবহার করতে পারেন। অথবা Google find my device অ্যাপসে একাউন্ট তৈরি করে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করতে পারবেন।
আপনি যদি আপনার বন্ধুকে খুঁজতে থাকেন! তাহলে, মোবাইল নাম্বার দিয়ে জেনে নিন আপনার বন্ধু কোথায় আছে। হ্যাঁ, Google find my device অ্যাপসটি ব্যবহার করে আপনি এই কাজটি করতে পারবেন।
অথবা আপনার ফোনে যদি অপরিচিত কোন নাম্বার থেকে কল আসে এবং আপনাকে হয়রানি করে, আপনি যদি ওই ব্যক্তির নাম এবং ঠিকানা ও ছবি দেখতে চান সেক্ষেত্রে Truecaller হতে পারে বেটার অপশন।
এছাড়াও ওই ব্যক্তির ফোন নাম্বার দিয়ে imo, Whatsapp এবং Viber Messenger এর মত মেসেজিং অ্যাপসগুলোর মধ্যে সার্চ করে ওই ব্যক্তির নাম এবং ছবি দেখে নিতে পারেন। তবে এগুলো জানার জন্য অবশ্যই উক্ত নাম্বারে ওই ব্যক্তির এই সকল মেসেজিং অ্যাপসে অ্যাকাউন্ট থাকতে হবে।
ট্রুকলার ব্যবহার করে পরিচয় বের করার পদ্ধতি
Truecaller ব্যবহার করার জন্য প্রথমে গুগল প্লে-স্টোর থেকে অফিসিয়াল অ্যাপসটি ডাউনলোড করতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করুন Truecaller লিখে। এরপরে সর্বপ্রথম আশা অ্যাপসটি ডাউনলোড করে আপনার ফোনে ইন্সটল করে নিন। ইন্সটলের ক্ষেত্রে যেকোন পারমিশন চাইলে I agree করে দিবেন।
- যেহেতু আপনি ট্রুকলার অ্যাপসে প্রথম প্রবেশ করেছেন সেহেতু আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
- অ্যাকাউন্ট করার জন্য sign in বাটনে ক্লিক করে, আপনার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্ট তৈরি করুন।
- তারপরে একই জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিবেন।
- অ্যাপসে প্রবেশ করলে যদি কোন ধরনের পারমিশন চায় সেক্ষেত্রে enable / I agree / Yes করে দিবেন।
- এরপরে দেখবেন উপরে একটি সার্চ বক্স আছে, সার্চ বক্সে যেই নাম্বারের পরিচয় বের করতে চান সেটি বসিয়ে সার্চ করুন।
- এরপরে উক্ত নাম্বারের ব্যক্তির নামসহ ছবি এবং ঠিকানা দেখা যাবে।
- ট্রুকলার প্রিমিয়াম ক্রয় করা থাকলে আরো বেশি সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।
অনেক সময় ট্রুকলারের ডাটাবেজে নির্দিষ্ট কোন নাম্বারের তথ্য না থাকলে সেগুলো দেখাবেনা। ট্রুকলার মূলত আমাদের ফোনে ইন্সটল করার পরে যত নাম্বার আছে এবং যেই নামে সেভ করা আছে সেগুলো তাদের ডাটাবেজে যুক্ত করে রাখে।
যত মানুষ এখন পর্যন্ত ট্রুকলার তাদের ফোনে ইন্সটল করেছে, তাদের ফোনে থাকা সকল নাম্বার ট্রুকলারের ডাটা বেইজে চলে এসেছে। মনে করেন ১০,০০০ মানুষ এখন পর্যন্ত এই অ্যাপটি ব্যবহার করেছে। কম হলেও এই ১০,০০০ মানুষের প্রত্যেকের ফোনে ২০০ করে নাম্বার রয়েছে।
তাহলে ট্রুকলারের ডাটাবেজে যুক্ত হল ১০,০০০X২০০ = ২,০০০,০০০ টি নাম্বার। এভাবে করে এখন পর্যন্ত যত মানুষ Truecaller ইন্সটল করেছে, তাদের সকলের ফোনে থাকা নাম্বার ট্রুকলারের ডাটাবেজে যুক্ত হয়ে আছে। এখন পর্যন্ত truecaller ইন্সটল করেছে ১ বিলিয়নের বেশি মানুষ। তাহলে চিন্তা করেন এদের ডাটাবেজে কি পরিমাণে নাম্বার ও তথ্য রয়েছে।
ট্রুকলার মূলত ক্রাউড সোর্সিং এর মাধ্যমে কাজ করে। ক্রাউড সোর্সিং হলো বিশাল এক ইন্টারনেট ব্যবহারকারী গ্রুপ এর মাধ্যমে তাদের তথ্য সংগ্রহের মাধ্যম। এই বিশাল গ্রুপের মধ্য থেকে আপনি আমি কেউই বাদ নই। এই একই ভাবে গুগল ম্যাপ আমাদের থেকে ডাটা কালেক্ট করে।
মজার বিষয়ঃ মনে করেন আপনার কোন এক বন্ধুর নাম আকিব। কিন্তু আপনি মজা করে আপনার ফোনে সেভ করে রাখলেন “ফকিন্নি” লিখে। তাহলে ট্রুকলার আকিবের নাম ফকিন্নি হিসেবে ধরে নিবে। এবং পরবর্তীতে সার্চ করলেই ফকিন্নি দেখাবে। কি একটা বিষয়! তাই না।
গুগলের মাধ্যমে লোকেশন বের করার পদ্ধতি
গুগল ব্যবহারকারীদের এই সুবিধাটি প্রদানের জন্য Google Find My Device নামক একটি অ্যাপ্লিকেশন নিয়ে এসেছে। সাধারণত কোন ব্যক্তি যদি তার মোবাইল ফোনটি হারিয়ে ফেলে সেক্ষেত্রে এই অ্যাপস ব্যবহার করে মোবাইল ফোনটির বর্তমান লোকেশন দেখতে পারবে।
চলুন সম্পূর্ণ ব্যবহার পদ্ধতি সম্পর্কে জেনে নেইঃ
- প্রথমে গুগল প্লে-স্টোর থেকে Google Find My Device অ্যাপসটি ডাউনলোড করে ইন্সটল করুন।
- এরপরে আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোনে থাকা জিমেইল অ্যাকাউন্ট অথবা ফোন নাম্বার দিয়ে এই অ্যাপসে একটি অ্যাকাউন্ট তৈরি করুন।
- অ্যাকাউন্ট তৈরি করার পরে যদি কোন পারমিশন চায় সেক্ষেত্রে enable / I agree / Yes করে দিবেন।
- এই অ্যাপসটি ব্যবহার করার জন্য অবশ্যই আপনার ফোনের GPS / Location অপশন চালু রাখতে হবে।
- এরপরে আপনি হারিয়ে যাওয়া মোবাইল ফোনটির লোকেশন দেখতে পারবেন। আপনি চাইলে সাউন্ড প্লে করতে পারবেন অথবা আপনার মোবাইল ফোনের সম্পূর্ণ ডাটা রিমুভ করতে পারবেন।
অ্যাপস ব্যবহার করে পরিচয় বের করার পদ্ধতি
আপনার কাছে যদি কোন অপরিচিত নাম্বার থেকে ফোন আসে সেক্ষেত্রে আপনি উক্ত নাম্বার দিয়ে ব্যক্তির পরিচয় বের করতে পারবেন। হ্যাঁ, এই কাজটি করার জন্য অবশ্যই আপনার imo, Whatsapp এবং Viber Messenger অ্যাকাউন্ট থাকতে হবে।
মনে করেন আপনার কাছে whatsapp অ্যাকাউন্ট আছে। সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে প্রবেশ করে নূতন ফ্রেন্ড যুক্ত করার অপশনে (স্কিনে প্লাস আইকনের মত অপশন থাকবে) প্রবেশ করে উক্ত ফোন নাম্বারটি প্রদান করে সার্চ করুন।
যদি ওই ব্যক্তির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে তার একাউন্টের ছবি এবং নামসহ সকল তথ্য চলে আসবে। একইভাবে imo এবং Viber Messenger এ খুঁজে দেখতে পারেন। আশা করি এই তিনটি জায়গায় খুঁজলে উক্ত নাম্বারের ব্যক্তির পরিচয় বের করতে পারবেন।
আপনাদের জন্য একটি বোনাস টিপস রয়েছে। চলুন টেলিগ্রাম ব্যবহার করে কিভাবে নাম এবং লোকেশন বের করবেন জেনে নেই।
টেলিগ্রামের মাধ্যমে পরিচয় বের করার পদ্ধতি
মজার বিষয় হলো আপনারা চাইলে টেলিগ্রামের মাধ্যমে খুব সহজেই ফোন নাম্বার দিয়ে পরিচয় বের করতে পারবেন। চলুন কিভাবে করবেন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
- প্রথমে আপনাকে একটি টেলিগ্রাম একাউন্ট খুলতে হবে।
- তারপরে https://t.me/TrueCaller_Z_Bot এই লিঙ্কের মাধ্যমে টেলিগ্রামের একটি চ্যানেলে প্রবেশ করুন।
- এরপরে join now বাটনে ক্লিক করে চ্যানেলটিতে জয়েন করুন।
- তারপরে কান্ট্রি কোড (বাংলাদেশের জন্য +880) বসিয়ে সম্পূর্ণ ফোন নাম্বারটি দিয়ে মেসেজ করুন।
- দেখবেন উক্ত নাম্বার এর সকল ডিটেলস চলে এসেছে, এছাড়াও উক্ত নাম্বারের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম একাউন্ট চলে আসবে।
এভাবে করে খুব সহজেই টেলিগ্রাম বট ব্যবহার করে যে কোন ব্যক্তির পরিচয় বের করতে পারবেন।
অপরিচিত নাম্বার থেকে হুমকি আসলে করনীয়
অপরিচিত কোন নাম্বার থেকে যদি আপনাকে কল করে হুমকি দেওয়া হয় অথবা ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হয় সেক্ষেত্রে আপনার করণীয় হলো দ্রুত পুলিশের সাথে যোগাযোগ করা। এবং উক্ত নাম্বারের বিরুদ্ধে একটি মামলা বা জিডি করা।
হুমকি বা ব্ল্যাকমেইলের মত জঘন্যতম কাজ হলে গরিমাসি না করে দ্রুত পুলিশের সাথে যোগাযোগ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। পুলিশের কাছে থাকা উন্নত ট্রাকিং ডিভাইসের মাধ্যমে খুব সহজে অপরাধীকে ধরে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
জানতে পারেনঃ ১০০০+ ইউনিক ইউটিউব চ্যানেল নাম আইডিয়া।
শেষকথা
সম্মানিত পাঠক, আশাকরি মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করার পদ্ধতি এবং মোবাইল নাম্বার দিয়ে জেনে নিন আপনার বন্ধু কোথায় আছে এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। অনেক সময় উপরে উল্লেখিত মাধ্যমগুলো কাজ করবে না।
সেক্ষেত্রে বেশি প্রয়োজন হলে আপনার নিকটস্থ থানার শরণাপন্ন হতে পারেন। কোন ধরনের প্রতারণার শিকার হলে অথবা হুমকির শিকার হলে দ্রুত সময়ের মধ্যে নিকটস্থ থানায় যোগাযোগ করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করুন।
FAQs
ট্রুকলারের বিকল্প অ্যাপস কি?
ট্রুকলার এর বিকল্প অ্যাপস গুলো হলো: Sync. ME, Whoscall, CallApp ও Eyecon Caller ইত্যাদি।
মোবাইল দিয়ে লোকেশন বের করার পদ্ধতি?
মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার জন্য Mobile Number Locator – Live এপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। তবে অনেক সময় এই অ্যাপ্লিকেশনটি সঠিক ডাটা প্রদান করতে পারে না।
