এই কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের নতুন সুপারহিট মুভি “তান্ডব”। যা ইতিমধ্যে সিনেমা পাড়ায় তান্ডব শুরু করে দিয়েছে। সিনেমাটিতে কিং খান খ্যাত শাকিব খানের সাথে জুটি বেঁধেছে ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর।
সাধারণত সাবিলা নূর বাংলা নাটকের জন্য বেশ জনপ্রিয় হয়েছে। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী শাকিব খানের সাথে জুটি বাধার অভিজ্ঞতা শেয়ার করেছেন।
সাবিলা নূর বলেন, “তান্ডব সিনেমার কাজের জন্য শাকিব খানের সাথে আমার প্রায় ১০ দিন শুটিং হয়েছে। শাকিব খানের সাথে কাজ করতে গিয়ে আমি প্রথম দিকে খুবই নার্ভাস ছিলাম। যেহেতু আমি এতদিন নাটকে কাজ করেছি, নাটকের কাজের প্রসেস সম্পর্কে আমার ধারণা আছে।
কিন্তু বড় পর্দার ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। আমার শুটিংয়ের প্রথম দিনেই সিকোয়েন্স ছিল মেগাস্টার শাকিব খানের সাথে। ভয় ও নার্ভাসনেস কাজ করছিল আমার মধ্যে। তবে সেটা শাকিব খানের জন্যই দূর হয়ে গিয়েছে।”
শুটিং সেটে সাবিলা নূর নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করে। মজার বিষয় হল শাকিব খান ও তার মতই। সাবিলা নূরের ভাষ্য অনুযায়ী “উনি, (শাকিব খান) শুটিং সেটে সব সময় নিজের মতো করে থাকতে পছন্দ করে। পরবর্তী সিন কিভাবে হবে, কিভাবে করলে ভালো হবে এই নিয়ে চিন্তা করে।”
অভিনেত্রী আরো বলেন, “যখন তান্ডবের পরিচালক রায়হান রাফি একশন বলে, তখন আর ওনাকে মেগাস্টার শাকিব খান মনে হয়নি। আমরা তান্ডবের ক্যারেক্টারে, নিশাতের ক্যারেক্টারের সাথে শাকিব খানকে স্বাধীন হিসেবে মেনে নিয়েছি।
তবে শুটিং সেটে উনি যে এত বড় মেগাস্টার, সেটা কাউকে বুঝতে দেন না। তিনি সারাক্ষণ তার চরিত্র নিয়ে ভাবেন। ভাবেন কিভাবে আরো শর্টগুলোকে উন্নত করা যায় এবং পারফেক্ট করা যায়।”
সাবিলা নূর আরো বলেন, “উনি ফিউচারে আরো ভালো করতে চায়। উনার পরিকল্পনা উনি নিজের মধ্যে রাখে। আমিও ওনার এই জিনিসটা করতে চাই।”
তান্ডব সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই, সিনেমা-প্রেমীদের মাঝে অনেক জল্পনা কল্পনা সৃষ্টি হয়ে গেছে। এপার থেকে ওপার বাংলা পর্যন্ত তান্ডব নিয়ে আলোচনা চলছে নেটিজেনদের মধ্যে। সম্প্রতি, সোমবার (২ জুন) তান্ডব সিনেমার প্রথম গান ‘লিচুর বাগানে’ মুক্তি পেয়েছে।
গানটিতে সুর মিলিয়েছেন জেফার ও প্রীতম হাসান। সাথে ছিলেন মঙ্গল মিয়া এবং আলেয়া বানু। এছাড়াও শাকিব খান ও সাবিলা নূরের পাশাপাশি ‘তান্ডবে’ অভিনয় করেছে ডাক্তার এজাজ, জয়া আহসান, এফএস নাঈম প্রমুখ, রোজী সিদ্দিকী সহ আরো অনেকে।
এছাড়াও শোনা যাচ্ছে রায়হান রাফি পরিচালিত তান্ডব সিনেমায় অল্প কিছু সময়ের জন্য ক্যামিওতে দেখা যাবে আরফান নিশোকে। সিনেমাপাড়ায় বেশ কিছুদিন ধরেই শাকিব খান এবং আরফান নিশোর দর্শকদের মধ্যে বাক-বিতন্দা লেগেই আছে, হয়তো তান্ডবে এর ইতি হবে।
