প্রথম সিনেমাতেই বাজিমাত করা ইধিকা পালের সময়সূচী এখন খুবই ব্যস্ত। কলকাতার ছোট পর্দা থেকে শাকিব খানের হাত ধরে ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় রাজকীয়ভাবে পদার্পণ করেন এই নায়িকা। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন তিনি।
শাকিব খানের নায়িকা হিসেবে প্রিয়তমা সিনেমায় অভিনয় করায় রাতারাতি ঢালিউডের ‘প্রিয়তমা’ বনে যান তিনি। বর্তমানে কলকাতায় অনেকগুলো সিনেমা নিয়ে ব্যস্ত সময়ে যাচ্ছে তার।
কলকাতায় দেবের সঙ্গে আসন্ন ‘রঘু ডাকাত’ ছবিতে অভিনয়ের দৌলতে ইধিকা এই মুহূর্তে টলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী হয়ে উঠেছেন।
তবে তিনি কারোর সঙ্গে প্রেম করছেন কিনা বা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে কিনা এই নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যে জল্পনা কল্পনা চলছেই। এর উত্তর দিয়েছেন তিনি……
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইধিকাকে প্রশ্ন করা হয়েছিল “তিনি কবে বিয়ের পিঁড়িতে বসবেন?” সাংবাদিকের প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, ‘এই মুহূর্তে আমি বিয়ে নিয়ে ভাবছি না। বিয়ে মানেই প্রচুর দায়িত্ব তাই আপাতত বিয়ে করার কোনো পরিকল্পনা নেই আমার। সেই চিন্তা ভাবনা এখন অনেক দূর।’
তিনি আরো বলেন, “আগামী ১০ বছরে আমি অনেক কাজ করতে চাই। এমন একজন ব্যস্ত অভিনেত্রী হতে চাই যার সারাটা বছর কাজ নিয়ে থাকা হবে। এখন আমার মূল উদ্দেশ্য ভালো ভালো কাজ করা। এছাড়া ব্যক্তিগত জীবন নিয়ে এখন চিন্তা করার সময় নেই।”
