বর্তমান সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর শারীরিক অবস্থা আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন,‘‘ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ( ডিজি ) অধ্যাপক ডক্টর মোঃ আবু জাফর।
সাংবাদিকদের প্রশ্নোত্তরে শনিবার তথা ১৬ই আগস্ট দিবাগত রাতে রাজধানীর পান্থপথে স্কয়ার হসপিটালের সামনে এ কথাটা জানান তিনি।
ডাক্তার মোঃ আবু জাফর জানান,‘‘ উপদেষ্টাকে রাত সাড়ে বারোটার দিকে হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। জরুরি বিভাগের চিকিৎসকরা চিকিৎসা দ্রুত চিকিৎসা শুরু করেছেন।বর্তমানে তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।
তবে কিছু প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তারা। এবং আল্ট্রাসনোগ্রাম করা হয়েছে কিন্তু যদি পেটে গ্যাস থাকে তাহলে প্রকৃত সমস্যা ধরা একটু কঠিন হয়ে যাবে বলে জানান তিনি। তবে প্রাথমিকভাবে তিনি ভালো আছেন’’।
ডাক্তার আরো বলেন,‘‘ উপদেষ্টার রেস্টে থাকা দরকার। অন্যান্য ইনভেস্টিগেশন চলমান রয়েছে। হার্টের কোন সমস্যা নেই। আমরা আশা করছি উনি খুব দ্রুত আরোগ্য লাভ করবেন। এবং এটা বলা যায় প্রাথমিকভাবে তিনি আশঙ্কা মুক্ত।
একই সাথে উপদেষ্টার কাজের চাপ, খাবারের অনিয়ম ও পানি শুন্যতার কারণে অসুস্থ হয়ে পড়ার কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোঃ আবু জাফর।
মোস্তফা সারোয়ার ফারুকীর শারীরিক সুস্থতার খবর জানিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানিয়েছেন,‘‘ মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারের মন্ত্রণালয়ের আয়োজিত একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে’’।
তিশা আরো জানান,‘‘ তিনি বর্তমানে ঢাকার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তিনি আশঙ্কা মুক্ত।এবং সবার কাছে তিনি দোয়া প্রার্থনা করেন।
