নাটক ও (ওটিটি সিরিজ) অভিনেত্রী আরোহী মিম এবং সহ অভিনেত্রী শায়লা সুলতানা সাথী মধ্যে বাকবিতণ্ডা ও ক্যাট-ফাইট শোবিজ অঙ্গনে সৃষ্টি করেছে চরম উত্তেজনা। ওটিটি সিরিজ স্কুল গ্যাং এর শুটিং স্পটে বাকবিতণ্ডায় জড়ায় দুই অভিনেত্রী। বাক-বিতন্ডার জেরে উত্তপ্ত হয়ে শায়লা সাথীর দিকে জুতা ছুড়ে মারেন আরোহী মিম।
অভিনেত্রী শায়লা সাথী দিকে জুতা ছুড়ে মারার বিষয়ে অন্য অভিনেত্রী আরোহী মিম নিজেই স্বীকার করেছেন। এবং সাথীকে বিপদজনক বলে উল্লেখ করেছেন বারবার। স্কুল গ্যাং ওয়েব সিরিজের শুটিং সেটে পূর্বের ঘটনার প্রেক্ষিতে বাক-বিতন্ডা সৃষ্টি হয়।
এবং দুই অভিনেত্রীর ক্যাট-ফাইট রূপান্তরিত হয় হাতাহাতির পর্যায়ে এবং আরোহী মিম নিজের পায়ের জুতা ছুড়ে মারেন শায়লা সাথীর দিকে। এতে দীর্ঘ সময় শুটিংয়ের কার্যক্রম বন্ধ থাকে এবং দীর্ঘ সময় পরে পূর্ণরায় শুটিং শুরু হয়।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের বরাত জানা যায় ,‘‘শুটিং চলাকালীন হঠাৎ উত্তেজিত হয়ে যায় আরোহী মিম এবং উত্তেজনার একপর্যায়ে সহকর্মী সায়লা সাথীর দিকে জুতা ছুড়ে মারেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো শুটিং স্পটে এবং বেশ কয়েক ঘন্টা শুটিং বন্ধ থাকে তারপর পরিস্থিতির নিয়ন্ত্রণে এলে পুনরায় শুরু হয় শুটিং এর কাজ’’।
আরোহী মিমের ভাষ্যমতে জানা যায়, ‘‘পুরনো ঘটনার বিরোধ ও জবাবদিহিতার জেরে কথা কাটাকাটি এবং সে থেকেই এই ঘটনার সৃষ্টি। আরহী মিমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে কয়েক বছর আগে প্রোডাকশন বয়ের মাধ্যমে শায়লা সাথীকে হত্যার চেষ্টা করেছেন। এবং এ ঘটনা শায়লা সাথী অনেকেই জানিয়ে বেড়াচ্ছ ’’।
মিম বলেন সাথী আমাকে হিংসা করে এবং সে কারণেই আমার নামে এরকম কুৎসা রটিয়ে বেড়াচ্ছে দীর্ঘদিন ধরে। সাথীর কারণে এর আগেও (প্যাঙ্ক-কিং) থেকে অনেক সহ-অভিনেত্রী চলে যেতে বাধ্য হয়েছে। এবং এক বছর ধরে আমার পিছেও লেগে আছে সাথী।
মিমের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে মিম সাথীকে প্রশ্ন করলে সাথী বলে, হ্যাঁ তুমি করেছ । যখন প্রমাণ চাওয়া হয় তখন সাথী কোন প্রমাণ দিতে পারে না এবং বলে যে প্রোডাকশন বয়ের মাধ্যমে হত্যার চেষ্টা করানো হয়েছে সে এখন আর মিডিয়াতে কাজ করে না। এ বিষয়ে প্রমাণ চাইলে দুজনে জরিয়ে পড়েন লড়াইয়ে এবং আরোহী মিম জুতা ছুড়ে মারেন শায়লার দিকে।
এ বিষয়ে মিম আরো বলেন, সাথীর জন্যই কয়েকজন অভিনেত্রী দল থেকে বাদ পড়েছে এবং আমাকেও বাদ দেওয়ার চেষ্টা করছে সাথী। কিন্তু আমি কোন সস্তা নয়, আমাকে দিয়ে ভিউ আনা হয় এবং আমাকে বাদ দেওয়া এত সহজ নয়।
শায়লা সাথীর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তিনি এখনো কোন মন্তব্য করেননি।
তবে জানিয়ে রাখা ভালো, পার্থিক সজীব ও শায়লা সাথীর সাথে সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে দীর্ঘ সময় ধরে।সজিব বিবাহিত ও তার সংসার আছে । সাথী ও সজীবের বিষয়ে মুখ খুলেছেন ইউটিউব চ্যানেল প্যাংক-কিং এর একাধিক শিল্পী।
আর্থিক সজীব সম্পর্কে আরোহী মিম বলেন, আমি এখনো দলের সাথে যুক্ত আছি আমার সাথে এমন কোন ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি এবং আমি এ বিষয়ে কোন কিছু লক্ষ্য করিনি। পার্থিব সজীব ও শায়লার সাথে সম্পর্কের বিষয়ে কোন মন্তব্য বা খোলাখুলি কথা না বললেও আরোহী মিম তার বিরুদ্ধে আনা অভিযোগের কথা বারবার বলেছেন।
আরোহী মিম স্পষ্টভাবে জানিয়েছেন, শায়লা সাথীর জন্য দল থেকে অনেকেই বাদ পড়েছে এবং সাথী তাকেও হিংসা করে এবং তার নামে নানা ধরনের মিথ্যা অভিযোগ তুলেছে বিভিন্ন সময়। তবে তার ভক্তের সংখ্যা বেশি।
এবং সে এখনো অনেক বেশি ভিউ অর্জন করতে সক্ষম বলে তাকে এত সহজে বাদ দেওয়া সম্ভব হবে না। এবং সাথীকে জুতো ছুড়ে মারার বিষয় প্রশ্ন আসলে, ‘‘মিম বলে হ্যাঁ আমি উত্তেজিত হয়ে জুতো ছুড়ে মেরেছি’’।
জানুন:-বরবাদ পরিচালকের বিরুদ্ধে অভিনেত্রীর অসন্মান ও অর্থ আত্মসাৎ এর গুরুতর অভিযোগ
