নাচ দিয়ে তার ক্যারিয়ার শুরু হলেও বর্তমানে চলচ্চিত্রে খুবই পরিচিত মুখ তমা মির্জা। প্রশংসার পাশাপাশি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তবে গত কয়েক বছরে যে সকল চরিত্রে অভিনয় করছেন প্রায় সব চরিত্রগুলোই জনপ্রিয়তা পেয়েছে।
সর্বশেষ পবিত্র ঈদুল আযহা এর মুক্তি পাওয়া, শিহাব শাহিন পরিচালিত “দাগি” সিনেমায় দেখা গেছে তমা মির্জা কে। এবং এই সিনেমায় বেশ প্রশংসা কুরান তিনি। এর আগেও চরকিতে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘আমলনামা’তেও প্রশংসা কুড়ান তমা।
সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মাধ্যমে তমা মির্জার বিয়ের গুঞ্জন উঠেছে। সর্বশেষ বেশিরভাগ কাজ দেখা গেছে পরিচালক রায়হান রাফির সাথে। বিভিন্ন মাধ্যমে তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কের কথাও জানা গিয়েছে। তাঁরা প্রেম করছেন, এমনকি বিয়েও করে ফেলবেন।
তবে এ বিষয়ে তমা মির্জার স্পষ্ট অবস্থান “সুরঙ্গ মুভির পরে রায়হান রাফির সাথে বড় পর্দায় আমার আর কোন কাজ করা হয়নি। ওটিটিতে একটি কাজ হয়েছে। তবে বর্তমানে আর কোন কাজ করার সম্ভাবনা আছে বলে মনে হয় না।
রাফি একজন ভালো পরিচালক। আমাদের কাজগুলো দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে, এমনকি ব্যবসায়িক সাফল্যতা পেয়েছে। তাই হয়তো অনেকে মনে করছে রাফী-তমা অফ স্ক্রিনেও একটি সফল জুটি।
তবে আমি আগের কোন বিষয় নিয়ে কথা বলতে চাই না, কারণ তা আমার একান্ত ব্যক্তিগত। তবে এটাও ঠিক তারকাদের ব্যক্তিগত জীবন বেশি সময় ব্যক্তিগত থাকে না। তাই বলছি, আমাদের অফ স্ক্রিনে একসাথে দেখার সম্ভাবনা নেই, এমনকি অন স্ক্রিনেও আপাতত না।
সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলায়। আমরা একসাথে কাজ করি, একসাথে দেখাও হতে পারে আড্ডাও হতে পারে। আমি আমার মতো করে আছি, আমরা আমাদের মতো করে এগোচ্ছি – এটাই সবচেয়ে ভালো।”
বিয়ে নিয়ে এখন কিছু ভাবছে না তমা মির্জা। আপাতত অভিনয়ে সময় দিতে চান তিনি, এটাই তার প্রধান ভাবনা। বিয়ে করে সংসার করার জন্য মনস্থির করতে হবে। কাউকে বিয়ে করে সংসার করব, এমন মানুষ এখনো পাইনি।
জীবনে চলার পথে অনেক বন্ধু আসে, তার মধ্যে কেউ থেকে যায় আবার কেউ চলে যায়। আবার এটাও বলা যাবে না যে আমার জীবনে প্রেম একবারই এসেছিল। বা একজনকেই ভালোবেসেছি, আর কাউকে না – এটা মিথ্যা হবে। প্রেম বারবার আসতে পারে।
কেউ হয়তো ভালোবেসে সারা জীবন একজনের সঙ্গেই কাটিয়ে দেন। তবে বর্তমানে এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। জীবনে যখন প্রেম এসেছে তখন ভেবেছি বিয়ে করব, সংসার করব, নিজেকে স্থির করব। তবে আপাতত কেউ নেই তাই এখন এগুলো নিয়ে ভাবছি না।
হঠাৎ করে চলে আসা বৃষ্টির মত, যদি কেউ জীবনে চলে আসে এবং মনে করি তার সাথে সারা জীবন কাটিয়ে দেওয়া সম্ভব, তখনই বিয়ে করব – তমা মির্জা।
 
								 
								 
															 
															
 
				 
				 
				 
				 
				 
				 
				 
				 
				