গতকাল ( ২৪ আগস্ট ) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে। আজ (২৪ আগস্ট ) তাকে ঢাকায় আনা হয়েছে এবং ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ( সিআইডি ) পুলিশ পরিদর্শক স্থান মোঃ এরফান আজ দুপুরে রিমান্ড আবেদনের তথ্য নিশ্চিত করেছেন।
বরিশাল থেকে গ্রেপ্তারের পর তৌহিদ আফ্রিদি বর্তমানে সিআইডির হেফাজতে আছেন বলে জানান খান মোঃ এরফান। তিনি বলেন,‘‘ তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। এবং দুপুরের পরে তাকে আদালতে তোলা হবে’’।
২৪ আগস্ট ( গতকাল ) আনুমানিক রাত সাড়ে দশটার দিকে বরিশাল নগরের বাংলা বাজারে এলাকার একটি বাড়ি থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে পুলিশ ( সিআইডি )। রাজধানীর যাত্রাবাড়ী থানায় জুলাই গণহত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পরের রাতেই তাকে বরিশাল থেকে ঢাকায় আনা হয়।
তৌহিদ আফ্রিদির বাবা বেসরকারি টিভি চ্যানেল মাই টিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সহ এ মামলায় আরো ২৫ জন অভিযুক্ত রয়েছেন। সম্প্রতি তার বাবা নাসির উদ্দিনকেও গ্রেফতার করা হয়েছে। একই মামলায় আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অভিযুক্ত।
মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী কেউ এর আগে ১৭ই আগস্ট গ্রেফতার করেন ডিবি। এবং পরের দিন তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একই মামলায় অভিযুক্ত পিতা পুত্র দুজনকেই গ্রেফতার করা হয়েছে এবং বিচারকার্য চলমান রয়েছে।
জানুন:-জুলাই হত্যার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার
