৬ ঘন্টার ব্যবধানে বুড়িগঙ্গায় উদ্ধার ৪ মরদেহ , জনমনে বিরাজ করছে আতঙ্ক

এফএনএফ ডেক্স

৬ ঘন্টার ব্যবধানে বুড়িগঙ্গায় উদ্ধার ৪ মরদেহ , জনমনে বিরাজ করছে আতঙ্ক বাংলাদেশের রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে এক দিনে ছয় ঘন্টার ব্যবধানে পৃথক পৃথক স্থানে এবং পৃথক ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তিদের নাম পরিচয় জানা যায়নি এখনো। এ ঘটনার জেরে নদীর পার্শ্ববর্তী এলাকা জুড়ে জনমনে বিরাজ করছে আতঙ্ক এবং ভীতির ছাপ। ২৩ আগস্ট ( শনিবার ) সন্ধ্যায় কেরানীগঞ্জের মাদারীপুর টিনের মসজিদ ঘাট এলাকা থেকে এক নারী এবং এক পুরুষের হাত-পা বাঁধা মোরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটি দীর্ঘ সময় পানিতে থাকায় অর্ধ গঠিত হয়ে যাওয়ার কারণে তাদের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করা সম্ভব হয়নি। যার ফলে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় সনাক্ত করা যায়নি এখনো। সদরঘাট থানার ইনচার্জ ( সোহাগ রানা ) বলেন,‘‘ স্থানীয়রা দুপুর আনুমানিক সাড়ে বারোটায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দুটি দেখতে পেলে পুলিশকে খবর দেয়। এবং পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। মরদেহ গুলোর মনতন্ত্রের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম পরিচয় এখনো শনাক্ত করা যায়নি’’। এ ঘটনা ছাড়াও সন্ধায় বরিশুর নৌফারি এলাকা থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। সেগুলোকেও মনা তদন্তের জন্য মিটফোর্ড হসপিটালে পাঠানো হয়েছে। তাদেরও উল্লেখযোগ্য কোন পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। স্থানীয়রা বলেছেন,‘‘ সন্ধ্যায় পাওয়া মরদেহ গুলোর সঙ্গে ( ৫০কেজি ওজনের চাঁলের বস্তা ) পাওয়া গেছে যে বস্তার সঙ্গে হাত বেঁধে নারী ও পুরুষের মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছি “। এছাড়াও দুপুরে বুড়িগঙ্গা নদীতে আট ঘন্টার ব্যবধানে নারী ও শিশু সহ আরো দুজনের মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ-পুলিশ। উদ্ধারকৃত শিশুটির বয়স আনুমানিক তিন থেকে চার বছর এবং নারীর বয়স ৩৫ বছরের কাছাকাছি। একই দিনে পৃথক পৃথকভাবে ছয়টি মৃতদেহ উদ্ধার হওয়াতে নদীর তীরবর্তী স্থানীয়দের মধ্যে বিরাজ করছে ভীতি ও আতঙ্ক।

বাংলাদেশের রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে এক দিনে ছয় ঘন্টার ব্যবধানে পৃথক পৃথক স্থানে এবং পৃথক ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তিদের নাম পরিচয় জানা যায়নি এখনো। এ ঘটনার জেরে নদীর পার্শ্ববর্তী এলাকা জুড়ে জনমনে বিরাজ করছে আতঙ্ক এবং ভীতির ছাপ।

২৩ আগস্ট ( শনিবার ) সন্ধ্যায় কেরানীগঞ্জের মাদারীপুর টিনের মসজিদ ঘাট এলাকা থেকে এক নারী এবং এক পুরুষের হাত-পা বাঁধা মোরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটি দীর্ঘ সময় পানিতে থাকায় অর্ধ গঠিত হয়ে যাওয়ার কারণে তাদের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করা সম্ভব হয়নি। যার ফলে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় সনাক্ত করা যায়নি এখনো।

Shihabs Family

সদরঘাট থানার ইনচার্জ ( সোহাগ রানা ) বলেন,‘‘ স্থানীয়রা  দুপুর আনুমানিক সাড়ে বারোটায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দুটি দেখতে পেলে পুলিশকে খবর দেয়। এবং পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে  গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।  মরদেহ গুলোর মনতন্ত্রের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম পরিচয় এখনো শনাক্ত করা যায়নি’’।

এ ঘটনা ছাড়াও সন্ধায় বরিশুর নৌফারি এলাকা থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। সেগুলোকেও মনা তদন্তের জন্য মিটফোর্ড হসপিটালে পাঠানো হয়েছে। তাদেরও উল্লেখযোগ্য কোন পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

স্থানীয়রা বলেছেন,‘‘ সন্ধ্যায়  পাওয়া মরদেহ গুলোর সঙ্গে ( ৫০কেজি ওজনের চাঁলের বস্তা ) পাওয়া গেছে যে বস্তার সঙ্গে হাত বেঁধে নারী ও পুরুষের মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছি “।

এছাড়াও দুপুরে বুড়িগঙ্গা নদীতে আট ঘন্টার ব্যবধানে নারী ও শিশু সহ আরো দুজনের মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ-পুলিশ। উদ্ধারকৃত শিশুটির বয়স আনুমানিক তিন থেকে চার বছর এবং নারীর বয়স ৩৫ বছরের কাছাকাছি।

একই দিনে পৃথক পৃথকভাবে ছয়টি মৃতদেহ উদ্ধার হওয়াতে নদীর তীরবর্তী স্থানীয়দের মধ্যে বিরাজ করছে ভীতি ও আতঙ্ক।

জানুন:- রিমান্ডের প্রক্রিয়া শেষে কারাগারে সাবেক মন্ত্রী আনিসুল ও মেনন

কলাম থেকে আরও পড়ুন​

SHARES

Picture of এফএনএফ ডেক্স

এফএনএফ ডেক্স

এফএনএফ নিউজ - দ্রুত, নির্ভীক এবং বাস্তবসম্মত সাংবাদিকতার জন্য আপনার বিশ্বস্ত উৎস। আমরা আপনাকে রাজনীতি, ব্যবসা, খেলাধুলা এবং বিনোদনের সঠিক খবর প্রদান করি।

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

বহুল কাঙ্ক্ষিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত …

জাতিসংঘের ৮০ তম সাধারণ পরিষদ অধিবেশনে যুক্ত হতে যুক্তরাষ্ট্র সফর করেছেন …

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রায়শই নতুন জনবল নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ …

স্টারলিংকের মাধ্যমে ‘দুর্গম পাহাড়, চরের জনপদ কিংবা ব্রডব্যান্ড-বঞ্চিত সীমান্ত’ এবং যেখানে …

মানিকগঞ্জ সদর উপজেলার মহেশপুর গ্রামের প্রবীণ মঙ্গল হোসেন (৮০) সন্তানের বিরুদ্ধে …

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) জনপ্রিয় কমেডি অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক’কে স্থানীয় …

দীর্ঘ সময়ের পরে অবশেষে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক এবং অফিসিয়াল …

বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মঞ্জুর ছেলে মফিজুর রহমান …

বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ব্রান্ড গুলোর মধ্যে আড়ং অন্যতম। আমরা কমবেশি সকলেই …