আবুল খায়ের বিপ্লব নামে নীলফামারীর কিশোরগঞ্জে একজন শিক্ষককে পর্নোগ্রাফির দায়ে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুরের কাশিমপুর থানা রোববার সকালে চক্রবর্তী-টেক এলাকা থেকে তাকে আটক করা হয়।
মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আবুল খায়ের বিপ্লব (৩৮) মাগুরার দর্জি পাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলেকে পর্নোগ্রাফির দায়ে আটক করা হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী জানা যায়,‘‘পিটিআই তে ডিপিএড প্রশিক্ষণের সময় একজন শিক্ষিকার সাথে তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হয় এবং তাকে ফাঁদে ফেলেন। সুসম্পর্কের খাতিরে বোনের বিবাহর কথা বলে তার কাছ থেকে ৪ লাখ টাকা ধার নেন। এবং পরে কৌশলে ভিডিও কলে ঐ শিক্ষিকার অশ্লীল ছবি ধারণ করেন।
পাওনা টাকা চাওয়ায় তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও কল রেকর্ড করা অশ্লীল ভিডিও ও ছবি পাঠান। এছাড়া তিনি আরও দুই লাখ টাকা দাবি করেন। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুমহলে তার ব্যক্তিগত ধারণ করা ভিডিও এবং ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। যার ফলে ওই নারী শিক্ষিকা থানার শরণাপন্ন হয়।
কিশোরগঞ্জ থানার ওসি জনাব আশরাফুল ইসলাম বলেন,‘‘ ঘটনার ভক্তভোগী শিক্ষিকা পর্নোগ্রাফি আইনে থানায় মামলা করেছেন। এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
ব্যক্তিগত মুহূর্তের সংবেদনশীল ছবি বা ভিডিও ধারণ করা এবং তা প্রচারের ভীতি প্রদান করার মাধ্যমে অর্থ দাবি করার জন্য পর্নোগ্রাফি আইনের মামলা গ্রহণ করেছে থানা।
জানুন:-খুলনায় চাচার লালসা শিকার ভাতিজী, সাত মাসের অন্তঃসত্ত্বা
