আজ শনিবার (২৬ জুলাই) বেলা দেড়টার দিকে রাজধানীর রায়েরবাজারে ছুরিকাঘাতে ফজলে রাব্বি (২৬) নামের এক যুবক খুন হয়েছেন। ঘটনাস্থানে ফজলে রাব্বির মৃত্যু হয়। ফজলে রাব্বি হার্ডওয়্যার দোকানের একজন কর্মচারী ছিলেন।
ময়নাতদন্তের জন্য বর্তমানে ফজলে রাব্বির মরাদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ফজলে রাব্বির বোন তানিয়া আক্তার বলেন, আজ শনিবার বেলা ১১ টার দিকে রায়েরবাজারে ফজলে রাব্বি তার ভাই বাসায় আসেন। ওই সময়ে তিনি রান্না করতে ব্যস্ত ছিলেন।
পরবর্তীতে তার ভাই ফজলের রাব্বি ঘুরতে বুদ্ধিজীবী কবরস্থানের সামনে যায়। এক পর্যায়ে এলাকার বখাটে যুবক মুন্না তাঁকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
পুলিশ কর্মকর্তা হাফিজুর বলেন, প্রাথমিকভাবে জানা যায় সন্ত্রাসী মুন্নার সঙ্গে ফজলে রাব্বির পূর্ব বিরোধ ছিল। এর জের ধরে আজ দুপুরে বুদ্ধিজীবী কবরস্থানের সামনে ফজলে রাব্বিকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে মুন্না।
তানিয়া আক্তারের তথ্য অনুযায়ী, তার ভাই ফজলে রাব্বি পরিবার নিয়ে রাজধানীর সাইনবোর্ডে বসবাস করতেন। ফজলে রাব্বির এক ছেলে ও এক মেয়ে। তার গ্রামের বাড়ি বরিশালের ভোলায়।
