রাজধানীর রায়েরবাজারে ছুরিকাঘাতে এক যুবক খুন

এফএনএফ ডেক্স

রাজধানীর রায়েরবাজারে ছুরিকাঘাতে এক যুবক খুন

আজ শনিবার (২৬ জুলাই) বেলা দেড়টার দিকে রাজধানীর রায়েরবাজারে ছুরিকাঘাতে ফজলে রাব্বি (২৬) নামের এক যুবক খুন হয়েছেন। ঘটনাস্থানে ফজলে রাব্বির মৃত্যু হয়। ফজলে রাব্বি হার্ডওয়্যার দোকানের একজন কর্মচারী ছিলেন।

ময়নাতদন্তের জন্য বর্তমানে ফজলে রাব্বির মরাদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

Shihabs Family

নিহত ফজলে রাব্বির বোন তানিয়া আক্তার বলেন, আজ শনিবার বেলা ১১ টার দিকে রায়েরবাজারে ফজলে রাব্বি তার ভাই বাসায় আসেন। ওই সময়ে তিনি রান্না করতে ব্যস্ত ছিলেন।

পরবর্তীতে তার ভাই ফজলের রাব্বি ঘুরতে বুদ্ধিজীবী কবরস্থানের সামনে যায়। এক পর্যায়ে এলাকার বখাটে যুবক মুন্না তাঁকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

পুলিশ কর্মকর্তা হাফিজুর বলেন, প্রাথমিকভাবে জানা যায় সন্ত্রাসী মুন্নার সঙ্গে ফজলে রাব্বির পূর্ব বিরোধ ছিল। এর জের ধরে আজ দুপুরে বুদ্ধিজীবী কবরস্থানের সামনে ফজলে রাব্বিকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে মুন্না।

তানিয়া আক্তারের তথ্য অনুযায়ী, তার ভাই ফজলে রাব্বি পরিবার নিয়ে রাজধানীর সাইনবোর্ডে বসবাস করতেন। ফজলে রাব্বির এক ছেলে ও এক মেয়ে। তার গ্রামের বাড়ি বরিশালের ভোলায়।

কলাম থেকে আরও পড়ুন​

SHARES

Picture of এফএনএফ ডেক্স

এফএনএফ ডেক্স

এফএনএফ নিউজ - দ্রুত, নির্ভীক এবং বাস্তবসম্মত সাংবাদিকতার জন্য আপনার বিশ্বস্ত উৎস। আমরা আপনাকে রাজনীতি, ব্যবসা, খেলাধুলা এবং বিনোদনের সঠিক খবর প্রদান করি।

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

গত বৃহস্পতিবার (১০ জুলাই) এক নতুন ইতিহাস গড়েন আইরিশ অলরাউন্ডার কার্টিস …

একদিক থেকে চাঁদাবাজ ও মধ্যস্বত্বভোগীদের কারণে বাজারে সবজির দাম বেড়েই চলেছে …

দুর্নীতি দমন কমিশনের মামলায় সম্প্রতি বাংলাদেশের আদালতে ব্রিটিশ এমপি ও স্বৈরাচারী …

বাংলাদেশের রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে এক দিনে ছয় ঘন্টার ব্যবধানে …

ভূমি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা প্রক্রিয়াকে আরো স্বচ্ছ ও জনবান্ধব এবং হয়রানিমুক্ত করতে …

অপারেশন ম্যানেজার পদে দক্ষ জনবল নিয়োগ দিবে লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট …

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার সাফারি পার্ক রোডে বিএনপির দুই নেতার …

চট্টগ্রাম আনোয়ার থানায় দায়ের হওয়া আব্দুল শুক্কুর হত্যা মামলায় তিন ভাই …

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় নিষিদ্ধ সন্ত্রাসী ছাত্রসংগঠন ছাত্রলীগ ঝটিকা মিছিল করায়, …