রেজাউল ইসলাম নামে এক যুবলীগ নেতাকে যশোর সদর উপজেলার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং দ্রুত বিচারের আওতায় আনার চেষ্টা করছে।
মঙ্গলবার ( ১২ আগস্ট ) দিনের শেষ প্রহরে উপজেলার কাশিপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে যুবদল নেতার হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম দৌলতদিহি গ্রামের গোলাম তরফদারের ছেলে।
স্থানীয় জনতার বদৌলতে জানা যায়,‘‘ একদল দুর্বৃত্ত আনুমানিক রাত ১২ টার দিকে রেজাউল ইসলামের বাড়িতে আকস্মিক হামলা চালায়। এবং বাড়ি থেকে রেজাউল ইসলামকে ধরে নিয়ে বাড়ির পাশেই নির্যাতন চালায় এবং গলা কেটে ফেলে রেখে চলে যায়’’।
এ বিষয়ে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছা এবং মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হসপিটাল এর মর্গে হস্তান্তর করে।
যশোরের কাশিপুর দৌলতদিহি গ্রামের স্থানীয় লোকদের তথ্যমতে,‘‘ নিহত রেজাউল ইসলাম যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি স্থানীয় পর্যায়ে যুবলীগ নেতা হিসেবে পরিচিত ছিলেন’’।
তবে তার পথ পদবী নিশ্চিত হওয়া যায়নি এখনো। কিন্তু তার নামে একাধিক মামলা রয়েছে বলে একটি সূত্র জানিয়েছেন। দুর্বৃত্তদের দ্বারা গলা কেটে হত্যার পরে সম্পূর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক এবং বিরাজ করছে ভীতিকর পরিস্থিতি।
যশোরের কোতোয়ালি মডেল থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) জনাব আবুল হাসনাত জানিয়েছেন, ব্যক্তিগত বিরোধের জেরেই এই হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে ধারণা করছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা হবে।
জানুন:-খুলনায় চাচার লালসা শিকার ভাতিজী, সাত মাসের অন্তঃসত্ত্বা
