৭৩ পদে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

এফএনএফ ডেক্স

৭৩ পদে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রকাশ করেছে শূন্য পদে জনবল নিয়োগ এর নতুন বিজ্ঞপ্ত। ১৫ ক্যাটাগরিতে মোট ৭৩ পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট বোর্ড। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আগ্রহী বাংলাদেশি নাগরিকদের অনলাইনে  আবেদনের আহ্বান জানিয়েছেন।

পদের নাম ও পদের সংখ্যা—

Shihabs Family

১. সহকারী পরিচালক:- পদ ১০টি / গ্রেড-৯

২. হিসাবরক্ষণ কর্মকর্তা:- পদ ১টি / গ্রেড-৯

৩.  সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ): – পদ ১টি / গ্রেড-৯

৪. আরবি অনুবাদক: -পদ ১টি / গ্রেড-৯

৫. উপসহকারী পরিচালক: – পদ ২০টি / গ্রেড: ১০

৬. হিসাবরক্ষক:-পদ  ১টি / গ্রেড ১১

৭.ক্যাশিয়ার:- পদ ১টি / গ্রেড ১৩ 

৮. স্টোরকিপার:- পদ ১টি / গ্রেড ১৩

৯.ডেসপাচ রাইডার:- পদ ১টি / গ্রেড ১৬

 ১০.রিসিপশনিস্ট:- পদ ১টি / গ্রেড ১৬

১১. ইলেকট্রিশিয়ান: -পদ ১টি / গ্রেড ১৬

১২.কেয়ারটেকার: -পদ ২টি / গ্রেড ১৬

 ১৩.প্লাম্বার: -পদ ১টি / গ্রেড ১৬

 ১৪. জেনারেটর ও পাম্পচালক:-পদ ১টি / গ্রেড ১৬

১৫. অফিস সহায়ক: ৩০টি / গ্রেড ২০

আবেদনে বয়সসীমা:—

উক্ত পদের জন্য আবেদনকারীদের বয়স ১/৮ /২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪০ পর্যন্ত শিথিলযজ্ঞ, বয়স নির্ধারণে এসএসসি সনদ গ্রহণযোগ্য হবে।

আবেদনের প্রক্রিয়া—

আবেদনে আগ্রহী প্রার্থীগণ শুধুমাত্র অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন ছাড়া অন্য কোন মাধ্যমে সরাসরি অথবা ডাক যোগাযোগ মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য হবে না।

আবেদনের শেষ তারিখ:- সেপ্টেম্বর ২০২৫ বিকেল পাঁচটার মধ্যে আবেদনের ফি জমা দেওয়া যাবে।  আর অবশ্যই আবেদন ফি জমা দিতে হবে অনলাইন আবেদনের ৭২ঘন্টার মধ্যে।

পরীক্ষার সময় সমূহ:- লিখিত ,ব্যবহারিক / মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট এবং টেলিটকের দ্বারা পরিচালিত জব পোর্টালে প্রকাশ করা হবে। পরীক্ষা সংক্রান্ত সকল সময়সূচী এবং আপডেট পরবর্তী সময়ে  প্রবেশপত্র  পাওয়ার যোগ্য প্রার্থীদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

আরো জানতে:-অবসরের বয়স বাড়ছে ক্ষমতার জোরে কিন্তু থেকে যাচ্ছে বৈষম্য

কলাম থেকে আরও পড়ুন​

SHARES

Picture of এফএনএফ ডেক্স

এফএনএফ ডেক্স

এফএনএফ নিউজ - দ্রুত, নির্ভীক এবং বাস্তবসম্মত সাংবাদিকতার জন্য আপনার বিশ্বস্ত উৎস। আমরা আপনাকে রাজনীতি, ব্যবসা, খেলাধুলা এবং বিনোদনের সঠিক খবর প্রদান করি।

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

আজ ১৪ই সেপ্টেম্বর ২০২৫ রবিবার মানিকগঞ্জের শিবালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ …

সিলেটের সাদা পাথর থেকে জাফলং পর্যন্ত ৬টি পর্যটনকেন্দ্রকে পর্যটন হাব হিসেবে …

গরমের দুপুরে তরমুজের মতো হাইড্রেটিং খাবার খাওয়ার স্বাদ অন্যরকম। মিষ্টি এবং …

ঢাকার গোয়ালন্দে আলোচিত নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলার মামলায় …

বর্তমান সময়ে নাট্য জগতের অন্যতম পরিচিত মুখ ফারিণ খান। তার অভিনয়শৈলী …

আজ মঙ্গলবার (৭ই অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এক পরিপত্র …

কিশোরগঞ্জে সড়কের পাশে ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছেন …

মুসলমানদের জন্য সবথেকে বড় ধর্মীয় উৎসব গুলোর মধ্যে কুরবানি অন্যতম। এই …

গুগল ব্যবহারকারীদের বয়স শনাক্তের কাজে ব্যবহারিত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর (এআই) প্রযুক্তি। …