বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রকাশ করেছে শূন্য পদে জনবল নিয়োগ এর নতুন বিজ্ঞপ্ত। ১৫ ক্যাটাগরিতে মোট ৭৩ পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট বোর্ড। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আগ্রহী বাংলাদেশি নাগরিকদের অনলাইনে আবেদনের আহ্বান জানিয়েছেন।
পদের নাম ও পদের সংখ্যা—
১. সহকারী পরিচালক:- পদ ১০টি / গ্রেড-৯
২. হিসাবরক্ষণ কর্মকর্তা:- পদ ১টি / গ্রেড-৯
৩. সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ): – পদ ১টি / গ্রেড-৯
৪. আরবি অনুবাদক: -পদ ১টি / গ্রেড-৯
৫. উপসহকারী পরিচালক: – পদ ২০টি / গ্রেড: ১০
৬. হিসাবরক্ষক:-পদ ১টি / গ্রেড ১১
৭.ক্যাশিয়ার:- পদ ১টি / গ্রেড ১৩
৮. স্টোরকিপার:- পদ ১টি / গ্রেড ১৩
৯.ডেসপাচ রাইডার:- পদ ১টি / গ্রেড ১৬
১০.রিসিপশনিস্ট:- পদ ১টি / গ্রেড ১৬
১১. ইলেকট্রিশিয়ান: -পদ ১টি / গ্রেড ১৬
১২.কেয়ারটেকার: -পদ ২টি / গ্রেড ১৬
১৩.প্লাম্বার: -পদ ১টি / গ্রেড ১৬
১৪. জেনারেটর ও পাম্পচালক:-পদ ১টি / গ্রেড ১৬
১৫. অফিস সহায়ক: ৩০টি / গ্রেড ২০
আবেদনে বয়সসীমা:—
উক্ত পদের জন্য আবেদনকারীদের বয়স ১/৮ /২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪০ পর্যন্ত শিথিলযজ্ঞ, বয়স নির্ধারণে এসএসসি সনদ গ্রহণযোগ্য হবে।
আবেদনের প্রক্রিয়া—
আবেদনে আগ্রহী প্রার্থীগণ শুধুমাত্র অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন ছাড়া অন্য কোন মাধ্যমে সরাসরি অথবা ডাক যোগাযোগ মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদনের শেষ তারিখ:- সেপ্টেম্বর ২০২৫ বিকেল পাঁচটার মধ্যে আবেদনের ফি জমা দেওয়া যাবে। আর অবশ্যই আবেদন ফি জমা দিতে হবে অনলাইন আবেদনের ৭২ঘন্টার মধ্যে।
পরীক্ষার সময় সমূহ:- লিখিত ,ব্যবহারিক / মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট এবং টেলিটকের দ্বারা পরিচালিত জব পোর্টালে প্রকাশ করা হবে। পরীক্ষা সংক্রান্ত সকল সময়সূচী এবং আপডেট পরবর্তী সময়ে প্রবেশপত্র পাওয়ার যোগ্য প্রার্থীদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
আরো জানতে:-অবসরের বয়স বাড়ছে ক্ষমতার জোরে কিন্তু থেকে যাচ্ছে বৈষম্য
