গত বৃহস্পতিবার (১০ জুলাই) এক নতুন ইতিহাস গড়েন আইরিশ অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। ইন্টার-প্রভিন্সিয়াল টি-টোয়েন্টি ট্রফিতে নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্সের বিপক্ষে ছেলেদের পেশাদার ক্রিকেটে প্রথম বলার হিসেবে ৫ বলে ৫ উইকেট নিয়ে এই কীর্তি গড়েন তিনি।
বৃহস্পতিবার আইরিশ অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার প্রথম ১০ বলে খরচ করেন ১৬ রান। এরপরে কোন রান না দিয়ে একে একে তুলে নেন ৫ উইকেট। মানস্টের রেডসের দেয়া ১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়ারিয়র্স একপর্যায়ে স্কোর ছিল ৮৭ রানে ৫ উইকেট।
তবে এরপর শুরু হয় ক্যাম্ফার ঝড়। মাত্র ১ রানেই বাকি ৫ উইকেট হারায় ওয়ারিয়র্সরা। ইনিংসের ১২তম ওভারের ৫ম বলে জ্যারেড উইলসনকে বোল্ড আউটের স্বীকার করেন তিনি। এবং পরবর্তী বলে গ্রাহাম হিউমকে এলবিডব্লিউ (LBW) করে দেন।
তারপরে ফিরতি ওভারের ১ম বলেই অ্যান্ডি ম্যাকব্রাইনকে ডিপ মিডউইকেটে ক্যাচ বানিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন কার্টিস ক্যাম্ফার। তার পরবর্তী শিকার রবি মিলার। এই ১০ নম্বর ব্যাটসম্যান অফ স্টাম্পের বাইরের একটি ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান।
পরবর্তীতে ওভারের ৩য় বলে ১১ নম্বর ব্যাটসম্যান জশ উইলসনকে সরাসরি বোল্ড করে ৫ বলে ৫ উইকেট শিকার করেন আইরিশ এই অলরাউন্ডার। এরপূর্বে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০২১ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ বলে ৪ উইকেট নেয়ার কীর্তি করেছিলেন তিনি।
তবে টি-টোয়েন্টিতে কার্টিস ক্যাম্ফার বাদেও ৪ বলে ৪ উইকেট নেয়ার কীর্তি আছে আরো পাঁচজন বলারের। তারা হলেন – লাসিথ মালিঙ্গা, ওয়াসিম ইয়াকুব, রশিদ খান, জেসন হোল্ডার এবং হারনান ফেনেল।
তবে তাদের সবাইকে ছাড়িয়ে এবার এক অনন্য কীর্তি করলেন কার্টিস ক্যাম্ফার। ক্রিকেট ইতিহাসে ৫ বলে ৫ উইকেট শিকার করে ইতিহাসের প্রথম হিসেবে নাম লিখালেন তিনি। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড কার্টিস ক্যাম্ফার এর অনন্য কীর্তিতে অভিনন্দন জানিয়েছেন।
তবে নারীদের ক্রিকেটে ৫ বলে ৫ উইকেট নেয়ার রেকর্ড আছে। ২০২৪ সালে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে জিম্বাবুয়ে অলরাউন্ডার কেলিস এনধলোভুর ৫ বলে ৫ উইকেট নিয়েছিলেন। পুরুষদের ক্রিকেটে এই প্রথম।
জানতে পারেনঃ ক্রিকেটে কত ধরনের আউট আছে এবং কি কি?
