ক্রিকেটে রান আউটের নিয়ম ও ৩৮ নম্বর আইনের ব্যাখ্যা

শিহাব কাজী

রান আউটের নিয়ম

বর্তমান সময়ের অন্যতম একটি জনপ্রিয় খেলা ক্রিকেট। ক্রিকেট খেলায় রয়েছে বিভিন্ন ধরনের নিয়ম কানুন, তার মধ্যে রান আউট অন্যতম। এই লেখাটিতে আমরা ক্রিকেটে রান আউটের নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

আপনি যদি ক্রিকেট ভালোবেসে থাকেন এবং ক্রিকেট খেলা দেখেন তাহলে অবশ্যই রান আউট সম্পর্কে পরিচিত আছেন। সাধারণত দৌড়ে সিঙ্গেল রান সংগ্রহ করতে গিয়ে বিপরীত দলের প্লেয়ার বল দিয়ে স্ট্যাম্প ভেঙে দিলে যে আউট হয় তাকে রান আউট বলা হয়।

Shihabs Family

ক্রিকেটের ৩৮ নাম্বার আইনে রান আউট সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। রান আউট এর বেসিক কিছু নিয়ম কানুন রয়েছে। এই লেখাটিতে আপনারা রান আউট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, তাই লেখাটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো।

ক্রিকেটে রান আউটের নিয়ম

একজন ব্যাটসম্যান রান নেওয়ার সময় অন্য প্রান্তে পৌঁছানোর পূর্বে যদি বিপরীত দলের ফিল্ডার বল দিয়ে স্টাম্প ভেঙে দেয় তাহলে তাকে রান আউট বলা হয়। ক্রিকেটের ৩৮ নাম্বার আইনে রান আউট সম্পর্কে সকল তথ্য ও নিয়মকানুন জানানো হয়েছে। চলুন সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

১.বল ‘ইন প্লেতে’ থাকতে হবে

যদি বল ‘ইন প্লেতে’ না থাকে এবং বল ডেলিভারির একটি নির্দিষ্ট সময়ের পরে ব্যাটসম্যান কে রান আউট করা যাবে না। এবং ‘ইন প্লেতে’ থাকা বল যদি ডেড বল হয় সেক্ষেত্রে ব্যাটসম্যান কে রান আউট করা যাবে না।

তবে নো বল এর ক্ষেত্রে যদি ব্যাটসম্যান ক্রিজ থেকে রান নেয়ার উদ্দেশ্যে দৌড় দেয় এবং বিপরীত পক্ষের ফিল্ডার বল ধরে স্টাম্প ভেঙে দিলে ব্যাটসম্যান রান আউট হবে। এক্ষেত্রে স্ট্যাম্পিং আউট করা যাবে না। অনেক সময় ভুল বোঝাবুঝির কারণে ব্যাটসম্যান কে রান আউট হতে হয়।

কেইস স্টাডিঃ

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ২০১১ সালে ইংল্যান্ডের “ইয়ান বেল” বলের দিকে লক্ষ্য না করে ভেবেছিলেন বল বাউন্ডারি পার করেছে। তিনি ব্যাটিং ক্রিজ থেকে বের হয়ে আসেন, পরবর্তীতে ভারতীয় ফিল্ডাররা তাকে রান আউট করে দেয়।

স্পিরিট অফ দ্যা গেমকে মাথায় রেখে তখনকার ভারতীয় অধিনায়ক ধোনি আপিল ফিরিয়ে নেন এবং বেলকে আবার ব্যাট করার সুযোগ দেন। এভাবে অনেক সময়ই ব্যাটসম্যানরা ভুল বোঝাবুঝির কারণে রান আউট এর শিকার হন।

বেশিরভাগ ক্ষেত্রে ব্যাটসম্যানরা দৌড়ে সিঙ্গেল রান সংগ্রহ করতে গিয়ে সময় মত ক্রিজে না পৌঁছাতে পেরে বিপরীত পক্ষের থেকে রান আউট এর শিকার হন।

২.স্ট্যাম্প ভাঙ্গার নিয়ম

রান আউট করার সময় ডিরেক্ট থ্রো এর ক্ষেত্রে বল শরীরের যেকোন অংশে লেগে স্টাম্প ভাঙ্গলেই রান আউট হবে। যদি বল হাতে নিয়ে স্টাম্প ভাঙ্গা হয় সেক্ষেত্রে বল (হাতে থাকা) এবং স্ট্যাম্প অবশ্যই সংস্পর্শ করতে হবে।

এবং বল প্লেতে থাকা অবস্থায় ব্যাটসম্যান কিংবা বিপরীত দলের কোন ফিল্ডার যদি ভুলক্রমে স্ট্যাম্প ভেঙ্গে দেয় সেক্ষেত্রে ব্যাটসম্যান কে রান আউট করতে, বিপরীত দলের ফিল্ডারের স্টাম্প এবং বল এক সাথে ধরতে হবে। হাতে থাকা বল এবং স্টাম্প অবশ্যই স্পর্শ করতে হবে। তাহলে আউট হিসেবে বিবেচিত হবে।

জানতে পারেনঃ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট কিভাবে আয়োজন করবেন?

৩.নন-স্ট্রাইকার ব্যাটসম্যানের ক্ষেত্রে রান আউট আইন

ক্রিকেটের আইনে নন-স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান যদি বল ডেলিভারির আগে তার ক্রিজ থেকে বেরিয়ে যায় সেক্ষেত্র বলার তাকে রান আউট করতে পারবে। এই ধরনের আউটকে ম্যানক্যাডিং বলা হয়ে থাকে।

তবে বলার যদি বলিং অ্যাকশনে চলে যায় তারপরে নন-স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান ক্রিজ থেকে বের হলে তাকে আউট করা যাবে না। বল করার আগেই স্টাম্প ভেঙ্গে আউট করতে হবে।

এই ধরনের আউট নিয়ে বেশ বিতর্ক রয়েছে। তবেই ক্রিকেটের নিয়মে এই ধরনের আউটকে রান আউট বলে গণ্য করা হয়। চলুন ক্রিকেটের ৩৮ নাম্বার আইন থেকে বিস্তারিত জেনে নেই।

  • ৩৮.৩.১ আইন অনুযায়ীঃ বলার হাত থেকে বল ডেলিভারির আগ পর্যন্ত যদি নন-স্ট্রাইকের ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে বেরিয়ে আসে, তখন বলার চাইলে বল স্টাম্পে লাগিয়ে ব্যাটসম্যানকে রান আউট করতে পারে। এটি আউট হিসেবে গণ্য হবে।
  • ৩৮.৩.১.১ আইন অনুযায়ীঃ বল করার সময় বলারের নিজের সাধারণ বোলিং অ্যাকশন মোতাবেক হাত সর্বোচ্চ জায়গায় পৌঁছায়, তখন সেটাই বোলারের হাত থেকে বল ডেলিভারি হবে বলে ধরা হয়।
  • ৩৮.৩.১.২ আইন অনুযায়ীঃ বোলিং এর সময় যখন বোলারের হাত সর্বোচ্চ জায়গায় পৌঁছে যায়, তখন যদি নন-স্ট্রাইকার ব্যাটসম্যান ক্রিজের বাইরেও বেরিয়ে যান, তখন ব্যাটসম্যানকে আউট করা যাবে না।

তথ্যসূত্রঃ মেরিলিবোন ক্রিকেট কমিটি (MCC)

শেষকথা

সম্মানিত পাঠকবৃন্দ, ক্রিকেটের ৩৮ নং ধারা অনুযায়ী এই ছিল ক্রিকেটে রান আউটের নিয়ম সমূহ। আশা করি আপনারা উপরের সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। শুধুমাত্র ক্রিকেট খেলার জন্য নয়, ক্রিকেট খেলা উপভোগ করার জন্য হলেও রান আউটের নিয়ম সহ ক্রিকেটে সকল নিয়ম-কানুন জানা প্রয়োজন।

FAQs

মানকাডিং কি খারাপ স্পোর্টসম্যানশিপ?

এটি একটি বিতর্কিত কান্ড, তবে এটি সম্পূর্ণ বৈধ এবং আইনের অন্তর্ভুক্ত।

রান আউট কি বোলারের নামে যুক্ত হয়?

না, রান আউটের কৃতিত্ব আউটে অবদান রাখা ফিল্ডারের নামে যুক্ত হয়।

কলাম থেকে আরও পড়ুন​

SHARES

Picture of শিহাব কাজী

শিহাব কাজী

আমি শিহাব কাজী। বর্তমানে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে বাংলা বিষয়ের উপর (বিএ) করছি। নতুন কিছু জানার উদ্দেশ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঘাটাঘাটি শুরু। এখন নিজে জানার পাশাপাশি অন্যকে জানানোর চেষ্টা করছি। লেখার মধ্যে ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

পাকিস্তানি তারকাদের নিয়ে বাংলাদেশি তরুণ তরুণীদের আগ্রহ বহু আগে থেকেই। তবে …

আগামী চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোঃ ইউনুস আগামী …

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক তথা এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ …

প্রবীর নাগরিকদের স্বাস্থ্য সচেতনতায় (Health Awareness training for older people) বিষয়ক …

হাবিবুর রহমান হাবিব ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার তিনবারের সাবেক মেয়র এবং পৌর …

ঢাকা নবাবগঞ্জে ধর্ষণের অভিযোগে গণপিটুনি দিয়ে এক শিক্ষককে পুলিশে সোপর্দ করছেন …

প্রথম সিনেমাতেই বাজিমাত করা ইধিকা পালের সময়সূচী এখন খুবই ব্যস্ত। কলকাতার …

সম্প্রতি সৌদি প্রো লীগের ক্লাব আল হিলাল ছাড়ার কিছুদিনের মধ্যে পুনরায় …

বর্ষা মৌসুমে অতিরিক্ত ঘাম ও আদ্রতা, স্যাতসেতে পরিবেশ, ঘন ঘন বৃষ্টির …